Entertainment News

দুর্গার আগেই কার্তিক চলে আসছেন ‘প্রজাপতি বিস্কুট’ নিয়ে

এমনিতে বাংলা ছবিতে এখন ‘খাইখাই’ রব। ‘পোস্ত’ আছে। ‘মাছের ঝোল’ আছে। এ বার আসছে ‘প্রজাপতি বিস্কুট’। কিন্তু অনিন্দ্য এ হেন নাম রেখেছেন সম্পূর্ণ অন্য কারণে। তাঁর কথায়, ‘‘আসলে দাম্পত্য সম্পর্কের গল্প রয়েছে ছবিতে। আর প্রজাপতি নিবন্ধ তো বাঙালির চেনা। সে কারণেই প্রজাপতি। ছবিটার মধ্যে মুচমুচে ব্যাপারও রয়েছে। সেটা ভেবেই বিস্কুট।’’

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ২০:৩৩
Share:

‘শাওন’ ও ‘অন্তর’-এর দাম্পত্য পাঁচালি ফ্রেমবন্দি করেছেন অনিন্দ্য। ছবি: ইউটিউবের সৌজন্যে।

কার্তিক কই?

Advertisement

হ্যাঁ ওই ‘ঠাকুর’-এর কথাই জি়জ্ঞেস করছি। আরে…মা দুর্গার ছেলে…।

আরও পড়ুন, ‘টলিউড বড় অদ্ভুত, কেউ কারও ভাল চায় না’

Advertisement

এমনিতে তিনি দুর্গার সঙ্গে মর্তে আসেন। আবার একলাও আসেন।

তবে এ বার সিনেমা হলে আসছেন!

ঠিকই পড়ছেন। সিনেমা হলেই আসছেন কার্তিক ঠাকুর। তবে সিনেমা দেখতে নয়। বরং আপনারাই তাঁকে দেখতে হলে যাবেন। এমনিতে তো প্যান্ডেলে থাকবেনই। উপরি পাওনা কার্তিকের ফিল্মি-স্টাইল। আসলে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরের ছবি ‘প্রজাপতি বিস্কুট’-এ কার্তিক ঠাকুরের গুরুত্বপূর্ণ চরিত্র। পরিচালক নিজেই স্বীকার করলেন সে কথা। কার্তিক ঠাকুর কী ভাবে ছবিটিতে জড়িয়ে রয়েছেন সেটা জানতে গেলে আগামী ২২ সেপ্টেম্বর আপনাকে হলে যেতে হবে। ওই দিনই রিলিজ করছে ছবিটি।

আরও পড়ুন, গৌরব আমার প্রথম প্রেম নয়, বললেন ঋদ্ধিমা

এমনিতে বাংলা ছবিতে এখন ‘খাইখাই’ রব। ‘পোস্ত’ আছে। ‘মাছের ঝোল’ আছে। এ বার আসছে ‘প্রজাপতি বিস্কুট’। কিন্তু অনিন্দ্য এ হেন নাম রেখেছেন সম্পূর্ণ অন্য কারণে। তাঁর কথায়, ‘‘আসলে দাম্পত্য সম্পর্কের গল্প রয়েছে ছবিতে। আর প্রজাপতি নির্বন্ধ তো বাঙালির চেনা। সে কারণেই প্রজাপতি। ছবিটার মধ্যে মুচমুচে ব্যাপারও রয়েছে। সেটা ভেবেই বিস্কুট।’’ সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।

আরও পড়ুন, ‘মন এবং শরীর থেকে মেদ সরানোর চেষ্টা করেছি’

‘শাওন’ ও ‘অন্তর’-এর দাম্পত্য পাঁচালি ফ্রেমবন্দি করেছেন অনিন্দ্য। ইশা ও আদিত্য পর্দার নব দম্পতি। টালিগঞ্জও পেতে চলেছে এক নতুন জুটিকে। প্রসেনের সুরে ও ঋতম সেনের কথায় চন্দ্রাণীর গাওয়া ‘তোমাকে বুঝি না প্রিয়’ গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় হয়েছে।

টালিগঞ্জ এক নতুন জুটিকে পেতে চলেছে। ছবি: ইউটিউবের সৌজন্যে।

প্রথম ছবি ‘ওপেন টি বায়োস্কোপ’-এ চালিয়ে খেলেছেন পরিচালক। ছবি দেখলেই অবধারিত ভাবে বাঙালির ‘জিয়া নস্টাল’ হয়েছিল সে সময়। এ বারেও কি সেই আঁচে গা সেঁকবে দর্শক? অনিন্দ্য শেয়ার করলেন, ‘‘বাঙালি কখন যে কী দেখে নস্ট্যালজিক হয়ে পড়েন সেটা বোঝা মুশকিল! তবে এটা একেবারেই কনটেম্পোরারি সময়ের গল্প।’’ পুজোয় রিলিজ। সে সময় আরও বেশ কিছু ছবি মুক্তি পাচ্ছে। প্রতিযোগিতা থাকবে নিশ্চয়ই? পরিচালকের জবাব, ‘‘আমার তো ফিল্ম ফেস্টিভ্যালের মতো মনে হচ্ছে। পুজোতে অনেক ছবি দেখানো হবে। যাঁরা কলকাতায় ঠাকুর দেখেন তাঁরা যেমন বাগবাজার দেখেন, আবার একডালিয়াও। তেমনই কাকাবাবু, ব্যোমকেশের পাশাপাশি প্রজাপতি বিস্কুটও দেখবেন দর্শক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন