Entertainment News

‘শাব’-এর ট্রেলারে কেমন লাগল অর্পিতাকে?

চার জন মানুষ। ভিন্ন পথের পথিক। তাঁদের নিয়ে বড়পর্দায় গল্প বেঁধেছেন পরিচালক ওনির। ছবির নাম ‘শাব’। সম্প্রতি মুক্তি পেল এ ছবির ট্রেলার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ১৭:২৮
Share:

চার জন মানুষ। ভিন্ন পথের পথিক। তাঁদের নিয়ে বড়পর্দায় গল্প বেঁধেছেন পরিচালক ওনির। ছবির নাম ‘শাব’। সম্প্রতি মুক্তি পেল এ ছবির ট্রেলার।

Advertisement

আরও পড়ুন, বাবার কোলে চড়া এই মেয়েটি কে? চিনতে পারছেন?

স্বপ্ন পূরণের জন্য আপনি কী কী করতে পারেন? ভাল কেরিয়ার, ভাল জীবনের জন্য কী কী বিসর্জন দিতে পারেন? এই ছবিতে দিল্লির পটভূমিতে তারই গল্প বলেছেন ওনির। আশিস বিস্ত রয়েছেন এক মডেলের ভূমিকায়। ফ্যাশন ইন্ডাস্ট্রির এক গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে জটিল সম্পর্কে বাঁধা তিনি। এই চরিত্রে দেখা যাবে রবিনা টন্ডনকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অর্পিতা চট্টোপাধ্যায়কে কাস্ট করেছেন ওনির। ছবিতে একটি কফিশপ চালাতে দেখা যাবে অর্পিতাকে। এ ছাড়াও এক ফরাসি ভাষার শিক্ষিকার ভূমিকায় রয়েছেন সাইমন ফ্রিনে।

Advertisement

উর্দু ভাষায় ‘শাব’ শব্দের অর্থ রাত্রি। এ ছবিতে বিভিন্ন ইমোশনকে লেন্সে ধরেছেন ওনির। আগামী ৩০ জুন মুক্তি পাবে ছবিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement