Entertainment News

এক কিশোরকণ্ঠীর লড়াই দেখুন ‘কিশোর কুমার জুনিয়র’-এর ট্রেলারে

মূল ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। যিনি ছবিতে কিশোর কুমারের ভক্ত। তাঁরই গান করেন বিভিন্ন শো-এ। সেটাই তাঁর রোজগারের একমাত্র পথ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৩
Share:

ছবির একটি দৃশ্যে প্রসেনজিত্ এবং অপরাজিতা। ছবি: ইউটিউবের সৌজন্যে।

শিল্পী হতে গেলে ট্যালেন্ট লাগে। আর শিল্পীর বউ হতে গেলে লাগে সাহস...।

Advertisement

আপনি বিশ্বাস করেন এ কথা? নিজের বা পরিচিত কারও সঙ্গে কোনও মিল খুঁজে পেলেন?

এই বাস্তবকেই ফ্রেমবন্দি করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সৌজন্যে তাঁর আসন্ন ছবি ‘কিশোর কুমার জুনিয়র’। সোমবার মুক্তি পেল এই ছবির ট্রেলার।

Advertisement

মূল ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। যিনি ছবিতে কিশোর কুমারের ভক্ত। তাঁরই গান করেন বিভিন্ন শো-এ। সেটাই তাঁর রোজগারের একমাত্র পথ।

কিশোরকণ্ঠী বাবার মাচার অনুষ্ঠান, মেনে নিতে পারে না ছেলে। এই ভূমিকায় অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায়। আর এই মানুষটাকে যিনি আগলে রাখেন, অর্থাত্ এই কিশোরকণ্ঠীর স্ত্রীয়ের ভূমিকায় অপরাজিতা আঢ্যর অভিনয় সমৃদ্ধ করেছে এই ছবিকে। অপরাজিতার ডায়লগেই শোনা যাবে ওই বাস্তব সত্যি।

আরও পড়ুন, ‘মান্টো’ একটা আইডিয়া, আমি সেটাই দেখাতে চেয়েছি, বললেন নন্দিতা

চিত্রনাট্য অনুযায়ী কিশোরকণ্ঠী মানুষটি শো করতে পৌঁছন রাজস্থানে। সেখানে বড় সমস্যার মুখে পড়েন তিনি। জীবন সংশয় দেখা দেয়। তবে কোনও চাপের কাছেই নতিস্বীকার না করতে চাওয়া এই শিল্পী কোনও পরিস্থিতিতেই কিশোর কুমার ছাড়া অন্য কারও গান গাইতে রাজি হননি।

তার পর? উত্তর মিলবে আগামী ১২ অক্টোবর সিনেমা হলে।

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন