Entertainment News

করিনার নাচে ফের ‘ছম্মক ছল্লো’ ম্যাজিক, ভিডিও দেখুন

তিনি তো বলিউডের ‘এক্সপ্রেশন কুইন’! তাঁর অভিনয় ও নাচের জাদুতে মাতোয়ারা গোটা বিশ্ব। সম্প্রতি দুবাইয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৭ ১৯:৫৮
Share:

করিনা কপূর। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সোশ্যাল মিডিয়ায় নিজে খুব একটা অ্যাকটিভ না হলেও, পাপারাত্জিরা তাঁর কোনও ছবিই ছাড়েন না। এমনকী, তৈমুরকে নিয়ে সইফ-করিনার প্রথম বিদেশ সফরে শত রাখঢাক করেও কোনও লাভ হয়নি। করিনার সব ছবি প্রকাশ্যে এসেছে।এ বার সামনে এল তাঁর নাচের একটি ভিডিও।

Advertisement

আরও পড়ুন, ‘বাহুবলী’ ইমেজই ধরে রাখতে চান প্রভাস

আরও পড়ুন, শাহরুখের বেআইনি অফিস-ক্যান্টিন ভেঙে দিল পুরসভা

Advertisement

তিনি তো বলিউডের ‘এক্সপ্রেশন কুইন’! তাঁর অভিনয় ও নাচের জাদুতে মাতোয়ারা গোটা বিশ্ব। সম্প্রতি দুবাইয়ে গিয়েছিলেন অভিনেত্রী। একটি গয়নার ব্র্যান্ডের প্রোমোশনে গিয়ে ফ্যানদের নানারকম প্রশ্নের উত্তর তো ছিলই। আয়োজকেরা নিজেরাই নায়িকাকে ‘ছম্মক ছল্লো’ গানের সঙ্গে নাচ করার অনুরোধ করে বসেন। করিনাও মন রেখেছেন সবার। শাহরুখের সঙ্গে তাঁর ‘রা. ওয়ান’ ছবির‘ছম্মক ছল্লো’ গানে সেই পুরনো ম্যাজিক ফিরিয়ে আনলেন অভিনেত্রী।

দুবাইয়ে নাচের এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করিনার ফ্যানেরা। দেখুন ভিডিও...

😭🔥💕

😭🔥💕

প্যাস্টেল রঙের এথনিক কুর্তায় করিনাকে দেখাচ্ছিলও দারুণ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement