Bollywood

এই ভিডিও দেখে কেন লজ্জা পেলেন প্রিয়ঙ্কা?

তিনি লজ্জা পেলেন। লজ্জা পেলেন তাঁর অতীত দেখে। যে ভাবে অক্ষয় কুমার তাঁর ওপর ঝাঁপিয়ে পড়লেন, আর তিনিও সমান তালে সিডিউস করলেন— তাতে লক্ষ লক্ষ দর্শকের সামনে লজ্জায় মুখ ঢেকে বসে পড়লেন প্রিয়ঙ্কা চোপড়া! বিষয়টা ঠিক কী?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৬ ১১:৩৩
Share:

তিনি লজ্জা পেলেন। লজ্জা পেলেন তাঁর অতীত দেখে। যে ভাবে অক্ষয় কুমার তাঁর ওপর ঝাঁপিয়ে পড়লেন, আর তিনিও সমান তালে সিডিউস করলেন— তাতে লক্ষ লক্ষ দর্শকের সামনে লজ্জায় মুখ ঢেকে বসে পড়লেন প্রিয়ঙ্কা চোপড়া!

Advertisement

বিষয়টা ঠিক কী? সম্প্রতি ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’ নামের একটি জনপ্রিয় চ্যাট শো-তে অংশ নিয়েছিলেন প্রিয়ঙ্কা। সেখানে প্রিয়ঙ্কা অভিনীত বলিউডি ছবি ‘আন্দাজ’-এর কিছু ক্লিপিংস দেখানো হয়। ওই ছবিতে প্রিয়ঙ্কার কো-স্টার ছিলেন অক্ষয় কুমার। তাঁদের কিছু ঘনিষ্ঠ দৃশ্যের অংশই ওই শো-তে দেখানো হয়। শো-য়ের হোস্ট অ্যান্ডি কোহেন ব্যখ্যা দেন, ‘‘মেয়েটি যেই মুখ ফেরাল অনেকটা প্রিয়ঙ্কা চোপড়ার মতো দেখতে লাগল মনে হচ্ছে!’’ এই ব্যাখ্যা শুনে আরও লজ্জায় পড়ে যান নায়িকা।

তবে এই ঘটনা বি-টাউনের অনেকেই বাঁকা চোখে দেখছেন। তাঁদের প্রশ্ন, প্রিয়ঙ্কা অতীতে যে সব বলিউডি ছবিতে অভিনয় করেছেন তার জন্য কি আজ অনুশোচনা হয়? না হলে কেনই বা নিজের অভিনয় দেখে লজ্জা পাবেন? যদিও প্রিয়ঙ্কার তরফে এর কোনও উত্তর পাওয়া যায়নি।

Advertisement

আরও পড়ুন...
ভূমির এই নতুন রূপ চমকে দেবে আপনাকেও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement