Emtertainment News

‘রানি’র হাতে হঠাত্ বন্দুক কেন?

জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’তে রাসমণির চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে দিতিপ্রিয়া রায়। বাস্তবের দিতিপ্রিয়ার সঙ্গে কিন্তু পর্দার রানির প্রায় কোনও মিল নেই। আর সেই অমিলের ছবিই দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০১৮ ১৫:১৪
Share:

রানি রাসমণির লুকে দিতিপ্রিয়া। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

শান্তশিষ্ট, লক্ষীমন্ত মেয়ে সে। তবে সংসারে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় অন্য মূর্তি। সে অর্থাত্ পর্দার রানি রাসমণি।

Advertisement

জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’তে রাসমণির চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে দিতিপ্রিয়া রায়। বাস্তবের দিতিপ্রিয়ার সঙ্গে কিন্তু পর্দার রানির প্রায় কোনও মিল নেই। আর সেই অমিলের ছবিই দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি দিতিপ্রিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে ‘রানি’র কস্টিউম পরেই বন্দুক চালাচ্ছে মেয়ে। বোঝাই যাচ্ছে, সিরিয়ালের জন্য ব্যবহৃত প্রপস নিয়ে পোজ দিয়েছে অভিনেত্রী। সম্ভবত কোনও দৃশ্যের জন্য তৈরি হচ্ছে সে।

Advertisement

আরও পড়ুন, গৌরব-সন্দীপ্তার নতুন কোনও কেমিস্ট্রি?

জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে ‘করুণাময়ী রানি রাসমণি’ প্রথম সারিতে। দিতিপ্রিয়াও দর্শকের সম্ভ্রম আদায় করেছে। এ বার তাকেই অন্য রূপে দেখলেন সোশ্যাল অডিয়েন্স। _ 😂😂😂😂 (_)

_ 😂😂😂😂

(_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement