Entertainment News

বিয়ের অনুষ্ঠানের জন্য নাচ সারার, ভাইরাল ভিডিয়ো

অভিনয়ের পাশাপাশি নাচও সারার পছন্দের বিষয়। অনস্ক্রিনে তাঁর নাচ ‘সিম্বা’-এ দেখেছেন সকলে। অফস্ক্রিনে সেই নাচে যেন এক অন্য মাত্রা যোগ হল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ১৬:০০
Share:

সারা আলি খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

অনস্ক্রিনে অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন সারা আলি খান। ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এ তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে দর্শকের। দ্বিতীয় ছবি ‘সিম্বা’ বক্স অফিসে ৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। এ হেন সারার ব্যক্তি জীবনও রঙিন।

Advertisement

অভিনয়ের পাশাপাশি নাচও সারার পছন্দের বিষয়। অনস্ক্রিনে তাঁর নাচ ‘সিম্বা’-এ দেখেছেন সকলে। অফস্ক্রিনে সেই নাচে যেন এক অন্য মাত্রা যোগ হল। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানের জন্য নাচ প্র্যাকটিস করছিলেন সারা। সেই ভিডিয়োই এখন সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকার শীর্ষে।

শোনা যাচ্ছে, পরের ছবিতে বরুণ ধওয়নের সঙ্গে জুটি বাঁধবেন আলিয়া। ‘কুলি নং ওয়ান’-এর রিমেক হতে পারে সেই ছবি। মূল ছবিটি ছিল নাচে, গানে ভরপুর। রিমেকেও সেই স্বাদ পরিচালক ডেভিড ধওয়ন রাখার চেষ্টা করবেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। সে ছবিতেও সারার পারফরম্যান্সের জন্য অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা।

Advertisement

আরও পড়ুন, ফের রণবীর-দীপিকা একসঙ্গে! কিন্তু কোথায়?

Dance Practice for @saudamini08 's reception She dance very well❣🤩💕 @saraalikhan95 #SaraAliKhan

A post shared by 🌸Khans & Kapoors🌸 (@sarajanhvi) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement