শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
রাখি উৎসবে রাখি পরিয়ে দিয়েছিলেন। অন্তর থেকে ‘ভাই’ মানেন শাহরুখ খানকে। সেই ‘রাখিভাই’য়ের ৬০ বছর। শুভেচ্ছাবার্তায় তাঁর আরও উন্নতি কামনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) মুখ্যমন্ত্রী এ দিন শাহরুখের উদ্দেশে লেখেন, “আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় ছায়াছবি তোমার অবদানে আরও সমৃদ্ধ হোক। তোমার চলার পথ আরও বিস্তৃত হোক।” দিদির আশীর্বাদ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিনেতার অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন মন্তব্য বিভাগে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে লম্বা সময় বাংলার মুখ ছিলেন ‘বাদশা খান’। কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজ়ির মালিক তিনি। ২০১৯-এর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। এ ভাবেই শহরের সঙ্গে ঘনিষ্ঠতা তাঁর।
কিছু দিন আগে ‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে পেশিতে চোট পেয়েছিলেন শাহরুখ। সেই সময়েও সমাজমাধ্যমে ‘ভাই’য়ের শারীরিক পরিস্থিতি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই সময়েও তিনি সমাজমাধ্যমে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন।