tollywood music video

রাজের পরিচালনায় টলিউডের গানের বার্তা, সঙ্গে বড় চমক মমতার

সোমবার  রাজ চক্রবর্তীর পরিচালনায় তাঁর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেল মিউজিক ভিডিয়ো ‘এই বাংলা আমার হাসবে আবার’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ১৪:৫৮
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

লকডাউনে গৃহবন্দি মনে গ্রাস করছে এক অদ্ভুত বিষণ্ণতা...ডিপ্রেশন। আর এই মন খারাপের অবসান ঘটাতে এক জোট হয়ে গানের মাধ্যমে বার্তা দিলেন টলিউডের কলাকুশলীরা।

Advertisement

সোমবার রাজ চক্রবর্তীর পরিচালনায় তাঁর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেল মিউজিক ভিডিয়ো ‘এই বাংলা আমার হাসবে আবার’। করোনা মানেই মৃত্যু নয়, ভয় নয়, বাধা-বিপত্তি কাটিয়ে এক নতুন সকাল আসবে ঠিক—গোটা ভিডিয়ো জুড়ে এই বার্তাই দিয়েছেন রাজ।

টলিপাড়ার তাবড় অভিনেতাদের দেখা গিয়েছে এই মিউজিক ভিডিয়োতে। আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরত জাহান সহ আরও অনেক অভিনেতাকে নিয়ে বানানো হয়েছে এই গানের ভিডিয়োটি। বাড়ি থেকে বের হননি কেউই। ঘরে বসেই শুট করে পাঠানো ক্লিপিংসে তৈরি হয়ে গিয়েছে চার মিনিটের এই ভিডিয়ো।

Advertisement

আরও পড়ুন- করোনার জেরে কোন কোন বলিতারকার বিয়ে ভেস্তে গেল

দেখুন সেই মিউজিক ভিডিয়ো

তবে এই ভিডিয়োর সবচেয়ে বড় চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের উপস্থাপনা। দেশের মানুষের প্রতি সচেতন বার্তা দিয়ে এই ভিডিয়োকে প্রাসঙ্গিক করে তুলেছেন তিনি।

গানটির কথা লিখেছেন প্রসেন। গেয়েছেন শাশ্বত সিংহ এবং নিকিতা গাঁধী। মুক্তি পাওয়ার এক ঘণ্টার মধ্যেই দশ হাজার মানুষ দেখে ফেলেছেন এই ভিডিয়ো। লাইকের সংখ্যা ছাড়িয়েছে প্রায় দেড় হাজার।

আরও পড়ুন- ‘অক্ষয়কে ভাল লাগত কাজলের’, ফাঁস করলেন কর্ণ জোহর

এর আগে পরিচালক অরিন্দম শীলও টলিপাড়ার শিল্পীদের নিয়ে বানিয়েছিলেন শর্টফিল্ম ‘ঝড় থেমে যাবে এক দিন’। সেই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক এবং দেব-রুক্মিণীকে দেখা গেলেও রাজের মিউজিক ভিডিয়োতে দেখা মেলেনি এঁদের।

আপাতত, পৃথিবীর অসুখ সেরে যাওয়ার আশায় সাধারণ থেকে সেলেবকুল গান ধরেছেন বিশ্বজুড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন