জিৎসুন্দর কি শিরিন পাল-জীতু কমলকে নিয়ে শঙ্কিত? ছবি: ফেসবুক।
ছোটপর্দায় এসেই খবরের শিরোনামে শিরিন পাল। এক, ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়িকা তিনি। দুই, দিতিপ্রিয়া রায়ের ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়েছেন। তিন, প্রথম দৃশ্যেই নায়ক-নায়িকার রসায়ন জমজমাট।
সোমবার ছোটপর্দায় আর্য-অপর্ণা মুখোমুখি হতেই দর্শক শিরিনকে ‘পাশ মার্ক’ দিয়েছেন। মঙ্গলবারে নতুন চর্চা, পর্দায় শিরিনের প্রেমিক জীতু কমল হলে বাস্তবে তাঁর প্রেমিক অভিনেতা জিৎ সুন্দর। যিনি ধারাবাহিক ‘কম্পাস’-এ জমিয়ে অভিনয় করছেন। জিৎ-শিরিনের দীর্ঘ দিনের প্রেম। যদিও তিনি প্রেমিকা নয়, শিরিনকে ‘প্রিয় বন্ধু’ বলতে বেশি ভালবাসেন। উভয়েই মঞ্চাভিনেতা। একসঙ্গে নাটকও করেছেন অনেক।
হোক পর্দা। সেই ‘প্রিয় বন্ধু’ যখন অন্য পুরুষের বাহুলগ্না, একটুও চিনচিনে ব্যথা করেনি জিতের? তিনি কি সেটে পৌঁছে গিয়েছিলেন? পর্দায় দেখেছেন রোম্যান্টিক দৃশ্য?
আনন্দবাজার প্রশ্ন করেছিল শিরিনের প্রেমিককে। জিৎ সদ্য শট দিয়ে দুপুরের খাবার খেতে বসেছেন। ফোনে ধীরেসুস্থে জবাব দিলেন, “শিরিনের কাজ অভিনয় করা। ও সেটাই করছে। এতে ব্যথা কেন হবে?” অর্থাৎ ‘প্রিয় বন্ধু’র উপরে ভরসা আছে তাঁর? এ বার স্পষ্ট জবাব এল, “ভরসা শব্দ ব্যবহার করলে নিরাপত্তাহীনতা শব্দটাও আসবে। আমার এই দুটোর কোনওটাই হয়নি। কারণ, আমিও অভিনেতা। কোনটা অভিনয় আর কোনটা বাস্তব— বুঝি। বাকিদের থেকে আমাদের কাজের পার্থক্য এটাই, আমরা অভিনয় করি।”
পাল্টা জানতে চেয়েছেন, কেউ কি অন্যের অফিসে চলে যেতে পারেন? একই ভাবে অন্যের সেটেও চলে যাওয়া যায় না। শিরিন এবং জিৎ সুন্দর সেটা ভীষণ ভাবে মেনে চলেন।
তার পরেই হাসতে হাসতে জিৎ সুন্দর বলেছেন, “জানেন, আমরা একসঙ্গে বসে দৃশ্যগুলো দেখেছি। দু’জনের শুটিং শেষ হওয়ার পর। শিরিনের অভিনয় বেশ লেগেছে। আরও ভাল লেগেছে, জীতুদা ওকে ভীষণ আগলে রাখছেন। বড়দের থেকে আমরা এটাই আশা করি।” অভিনেতা জানিয়েছেন, এসভিএফ প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষ সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ নায়িকা। প্রত্যেকে তাঁকে আগলে রাখছেন, যাতে তাঁকে কোনও সমস্যায় পড়তে না হয়। প্রসঙ্গত, মঞ্চাভিনেতা শিরিন এই প্রথম ক্যামেরার মুখোমুখি নন। এর আগে এসভিএফের সিরিজ় ‘বীরাঙ্গনা’ এবং জ়ি বাংলার সিরিজ ‘ফাঁদ’-এ অভিনয় করেছেন।
তাই শিরিনকে আলাদা করে পরামর্শ দেওয়ার প্রয়োজন বোধ করেননি জিৎ সুন্দর। তাঁরা যে এই মুহূর্তে ‘টক অফ দ্য টাউন’, তা-ই নিয়েও আলাদা অনুভূতি নেই। যে কাজ করতে গিয়েছেন ‘প্রিয় বন্ধু’, সেই কাজ যাতে সুষ্ঠু ভাবে করতে পারেন তার জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। কারণ জিৎ সুন্দরের বিশ্বাস, “প্রেম, গসিপ— কোনওটাই চিরস্থায়ী নয়। একজন অভিনেতার জীবনের মাইলফলক তাঁর অভিনয়। প্রার্থনা করুন, শিরিন যেন সেটাই পারে।”