পর্দায় রুবেল দাসকে প্রয়াত দেখে কী প্রতিক্রিয়া শ্বেতা ভট্টাচার্যের? ছবি: সংগৃহীত।
দিন দুই আগের কথা। ধারাবাহিক ‘তুই আমার হিরো’র বিশেষ একটি পর্ব সাড়া ফেলেছে দর্শকমনে। ধারাবাহিকের নায়ক ‘শাক্য সেন’ মৃত। আচমকা গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ‘সুপারস্টার’-এর। পরিবার, অগণিত ভক্ত শোকস্তব্ধ।
পর্দা জুড়ে চরিত্রাভিনেতা রুবেল দাস। অন্তিমশয়াণে তিনি। কপালে চন্দনের ফোঁটা। গলায় মালা। বুকের কাছে পুষ্পস্তবক। সারা শরীর নামাবলিতে মোড়া।
এই দৃশ্য ধারাবাহিকের সে দিনের পর্বের মুখ্য আকর্ষণ। দর্শকেরাও স্বাভাবিক ভাবে হতভম্ব। প্রশ্ন উঠেছে, ধারাবাহিক শেষ? না কি নতুন রূপে ফিরবেন নায়ক? পর্বের শেষ দৃশ্যে অবশ্য দেখানো হয়েছে, সম্ভবত শত্রুপক্ষের ষড়যন্ত্র বানচাল করতেই এই ‘নাটক’। হাঁফ ছেড়ে বেঁচেছেন ধারাবাহিকের দর্শক এবং রুবেলের অনুরাগীরা।
সে দিনের ওই দৃশ্য রুবেলের পরিবারের মনে কতটা ছাপ ফেলেছিল? নায়কের মা, শাশুড়ি, অভিনেত্রী স্ত্রী শ্বেতা ভট্টাচার্য— এঁরা কি বসে দেখতে পেরেছিলেন সে দিনের পর্ব?
আনন্দবাজার ডট কম কথা বলেছিল শ্বেতা-রুবেল উভয়ের সঙ্গেই। শ্বেতা স্বীকার করেছেন, “আমিও অভিনয় করি। হয়তো এই ধরনের বক্তব্য আমায় মানায় না। তবু বলছি, সে দিনের পর্ব বসে দেখতে পারিনি। বিশেষ করে রুবেলকে যখন ওই অবস্থায় দেখানো হচ্ছিল, তখন উঠে গিয়েছি।” তাঁর মতে, তিনি জানেন সবটাই অভিনয়। তবু নিজের স্বামীকে অভিনয়ের খাতিরে ‘মৃত’ দেখতেও রাজি নন। শ্বেতার মায়েরও একই অবস্থা। তিনি ওই সময় উঠে গিয়ে ঘরের অন্যান্য কাজ করেছেন। বসে ধারাবাহিক দেখেননি।
সাল ২০২১-এর ডিসেম্বর। ধারাবাহিক ‘শ্রীময়ী’তে নায়ক ‘রোহিত সেন’-এর মৃত্যুদৃশ্য। টোটা রায়চৌধুরীকে এই দৃশ্যে দেখে ভেঙে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। সে দিনই একই ভাবে জামাইয়ের এই অভিনয় দেখতে পারেননি তাঁর শাশুড়ি। টোটা ওই সময়ে আনন্দবাজার ডট কম-কে বলেছিলেন, ‘‘আমার শাশুড়ি মা নিয়মিত ‘শ্রীময়ী’ দেখতেন। তিনি নাকি আঁচ পেয়েই চ্যানেল ঘুরিয়ে দিয়েছিলেন। শাশুড়ি হয়ে জামাইয়ের মৃত্যুদৃশ্য কী করে দেখবেন!’’ টোটা পোড়খাওয়া অভিনেতা। এই নিয়ে তাঁর কোনও অস্বস্তি হয়নি।
রুবেলও কি সহজ ভাবেই নিয়েছেন নিজের মৃত্যুদৃশ্যকে? নায়কের কথায়, “মৃত্যু আসবেই। শেষদিন এ ভাবেই আমারও সৎকার হবে। সব জানি। তার উপরে আমি অভিনেতা। সব ধরনের দৃশ্যে অভিনয়ই আমার কাজ। তার পরেও বুকের উপরে পুষ্পস্তবক বা নামাবলি গায়ে জড়িয়ে দেওয়ার পর মনে হচ্ছিল, দৃশ্যের শুটটা দ্রুত শেষ হলে ভাল হয়।” নিজের অভিনীত ওই দৃশ্য পরে আর দেখতে পারেননি রুবেল নিজেও!