‘মির্জা ২’তে কৌশিক গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা। গ্রাফিক: সনৎ সিংহ।
বাংলা থেকে একটা সময় একটু দূরেই ছিলেন তিনি। বলিউড, দক্ষিণী বিনোদন দুনিয়ায় আধিপত্য বিস্তারে মন দিয়েছিলেন। সেখানে তিনি প্রমাণিত। ফের বাংলায় ফিরছেন তিনি। এবং ফিরছেন যখন বেশ বড় করেই ফিরছেন। প্রযোজনা হয়ে পরিচালনাতেও পা রাখছেন। অভিনয়ে তো আছেনই। খবর, এ বার প্রযোজক-পরিচালক-অভিনেতাকে দেখা যাবে অঙ্কুশ হাজরার আগামী ছবি ‘মির্জা ২’-তে। সেই সঙ্গে এও শোনা যাচ্ছিল, বদলে যেতে পারেন ছবির পরিচালকও।
এ বার প্রশ্ন, ‘মির্জা ২’তে কারও পরিবর্তন ঘটিয়ে কি নতুন কাউকে আনা হচ্ছে? ‘মির্জা’র সিক্যুয়েলের নতুন পরিচালক কে?
টলিপাড়ায় খবর, সিরিজ় এবং ধারাবাহিকের পরিচালক সানি ঘোষ রায় নাকি এই ‘মির্জা’ দিয়ে ছবি পরিচালনায় হাত রাখবেন। প্রসঙ্গত, স্নিগ্ধা বসু এবং সানি ঘোষ রায়ের প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট প্রথম ছবির সহ-প্রযোজক ছিল।
যিশু সেনগুপ্ত অঙকুশ হাজরার ‘মির্জা ২’-এর খলনায়ক। ছবি: ফেসবুক।
পরিচালক-প্রযোজক যখন বদলাচ্ছেন না তা হলে কি ছবির অভিনেতারাও একই থাকবেন?
এ বার ফাঁস আসল তথ্য। অঙ্কুশের কথায়, “বাকি অভিনেতারা হয়তো একই থাকবেন। ‘মির্জা’য় কৌশিক গঙ্গোপাধ্যায় মারা গিয়েছিলেন। এ বার তাঁর জায়গায় আসছেন যিশু সেনগুপ্ত। যিশুদা আবারও দুর্দান্ত খলনায়ক। আমার বিপরীতে থাকছেন। ‘মির্জা’কে সমানে সমানে টক্কর দেবেন।”
যা রটেছে তাই কি ঘটতে চলেছে? আনন্দবাজার ডট কম কথা বলেছিল উভয়ের সঙ্গে। অঙ্কুশ এবং সানি জানিয়েছেন, খবর ভুয়ো। সানি এ বারেও অঙ্কুশের সঙ্গে সিক্যুয়েল প্রযোজনা করবেন। পরিচালনায় সুমিত-সাহিল। তাঁরাই প্রথম ছবি পরিচালনা করেছিলেন।
এ বারেও অঙ্কুশের নায়িকা ঐন্দ্রিলা সেন। জানালেন, এ বার নায়িকা আরও বেশি অ্যাকশন করবেন। মুম্বইয়ের একদল বাঙালি চিত্রনাট্যকার ছবির চিত্রনাট্য লিখছেন। অভিনেতা আপাতত ব্যস্ত তাঁর ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবি নিয়ে। আদ্যন্ত কৌতুকধর্মী ছবিতে ফের জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। নতুন বছরে ‘মির্জা ২’-এর শুটিং শুরু হতে পারে।