রণবীরের লকারে কার গোপন চিঠি?

রণবীর সিংহের আলমারির লকারে কি আছে জানেন? মনে হচ্ছে হয়তো এ আবার কেমন প্রশ্ন? লকারে টাকা, গয়নার মতো ব্যক্তিগত দামি জিনিসই তো রাখেন সকলে। তারকা বলে কি তার ব্যতিক্রম হবে? না! ব্যতিক্রম হয়নি। রণবীর তাঁর আলমারির লকারে ব্যক্তিগত দামি জিনিসই রেখেছেন। তবে তা টাকা বা গয়না নয়। একটি চিঠি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬ ১১:০১
Share:

রণবীর সিংহের আলমারির লকারে কি আছে জানেন? মনে হচ্ছে হয়তো এ আবার কেমন প্রশ্ন? লকারে টাকা, গয়নার মতো ব্যক্তিগত দামি জিনিসই তো রাখেন সকলে। তারকা বলে কি তার ব্যতিক্রম হবে? না! ব্যতিক্রম হয়নি। রণবীর তাঁর আলমারির লকারে ব্যক্তিগত দামি জিনিসই রেখেছেন। তবে তা টাকা বা গয়না নয়। একটি চিঠি।

Advertisement

কি ভাবছেন দ্বিতীয় প্রশ্ন করার আগেই উত্তর মিলিয়ে দেবেন? মনে মনে হয়তো ভাবছেন, ওই চিঠি দীপিকা পাড়ুকোন ছাড়া আর কারও হতেই পারে না। ভুল ভাবছেন। প্রেম করছেন বটে, তাই বলে কি দীপিকা ছাড়া আর কেউ রণবীরকে চিঠি লিখতে পারেন না? পারেন বৈকি। আর এ চিঠি লিখেছেন খোদ শাহেনশা।

তা কি আছে সেই মূল্যবান চিঠিতে?

Advertisement

‘বাজিরাও মস্তানি’ দেখার পর রণবীরের অভিনয় খুব ভাল লাগে অমিতাভের। সেই কথা জানিয়েই ইন্ডাস্ট্রির জুনিয়রকে চিঠি লেখেন বিগ বি। সেই চিঠিই এখন যত্ন করে লকারে তুলে রেখেছেন রণবীর।

ঠিক এ ঘটনা ঘটেছিল খোদ অমিতাভের জীবনেও। অমিতাভের কথায়, ‘‘ব্ল্যাক দেখার পর দিলীপ কুমার আমাকে একটা নোট পাঠিয়েছিলেন। সেটা বাঁধিয়ে আমি আমার বেডরুমে রেখে দিয়েছি।’’

এই ঘটনার পর বলিউডের একাংশ বলছেন, লকারে চিঠি রাখার ট্র্যাডিশন এখনও চলছে।

কোন রণবীরকে ভালবাসেন দীপিকা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement