সত্যিই আত্মহত্যা করতে গিয়েছিলেন প্রিয়ঙ্কা? মুখ খুললেন মা

প্রিয়ঙ্কা চোপড়া আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে দু’দিন আগে টুইট করেছিলেন নায়িকার প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজু। সোমবার তাঁর বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া। প্রকাশের ওই টুইটকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ১৬:৫০
Share:

প্রিয়ঙ্কা চোপড়া আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে দু’দিন আগে টুইট করেছিলেন নায়িকার প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজু। সোমবার তাঁর বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া। প্রকাশের ওই টুইটকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন তিনি। টুইটারে প্রকাশকে মিথ্যেবাদী বলে দেগে দিয়েছেন মধু। এর আগে এই ধরনের অন্যায় আচরণের কারণেই প্রিয়ঙ্কার ম্যানেজারের চাকরি হারাতে হয় জাজুকে। তাঁর জেলও হয়। চাকরি চলে যাওয়ার পরই প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটতে থাকে। বি-টাউনের একটা বড় অংশ মনে করছেন, সেই খারাপ সম্পর্কের বহিঃপ্রকাশের কারণেই চলছে এই টুইটার-লড়াই।

Advertisement

আরও পড়ুন, আত্মহত্যা করতে গিয়েছিলেন প্রিয়ঙ্কা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement