Entertainment News

ট্যাক্সির মাথায় কেন টিম ‘সাহেব বিবি গোলাম’?

সেন্সর বোর্ডের চোখরাঙানি সামলে গত ২৬ অগস্ট মুক্তি পেয়েছে পরিচালক প্রতিম ডি গুপ্তর ‘সাহেব বিবি গোলাম’। মুক্তির পর দর্শকদের তুমুল ভালবাসা পাচ্ছেন এই ছবির কলাকুশলীরা। এর মধ্যেই ছবির অভিনব প্রচার সেরে ফেলল টিম ‘সাহেব বিবি গোলাম’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪০
Share:

সেন্সর বোর্ডের চোখরাঙানি সামলে গত ২৬ অগস্ট মুক্তি পেয়েছে পরিচালক প্রতিম ডি গুপ্তর ‘সাহেব বিবি গোলাম’। মুক্তির পর দর্শকদের তুমুল ভালবাসা পাচ্ছেন এই ছবির কলাকুশলীরা। এর মধ্যেই ছবির অভিনব প্রচার সেরে ফেলল টিম ‘সাহেব বিবি গোলাম’। গত রবিবার প্রিয়া সিনেমা হলের সামনে ট্যাক্সির মাথায় উঠে পড়লেন স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র এবং বিক্রম চট্টোপাধ্যায়।

Advertisement

ছবিতে ‘গোলাম’ অর্থাত্ ঋত্বিক চক্রবর্তী ট্যাক্সি ড্রাইভার। তাঁর প্রেমিকা পার্নোরও ট্যাক্সি চালানোর অভিজ্ঞতা রয়েছে। প্রথম বার এই ধরনের প্রচারে এসে উচ্ছ্বসিত নায়িকা। অভিনব প্রোমোশনে সামিল হতে পেরে খুশি বিক্রমও। আর ঋত্বিককে তো গোটা ছবিতেই ট্যাক্সি চালাতে দেখা গিয়েছে। তাই তাঁর কাছে এই প্রচার এক অন্য মাত্রা পেয়েছিল।

সবচেয়ে সাবলীল ছিলেন ‘বিবি’ অর্থাত্ স্বস্তিকা মুখোপাধ্যায়। শাড়ি পরেও অনায়াসে ট্যাক্সির মাথায় উঠে পড়েন তিনি। তার পরে উপস্থিত দর্শকদের সঙ্গে চুটিয়ে এনজয় করেন টিমের সকলেই।

Advertisement

আরও পড়ুন, ‘আমি যে এতটা সিডাকটিভ হতে পারি জানতাম না’

টিম ‘সাহেব বিবি গোলাম’। ছবি: ফেসবুকের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement