Entertainment News

শুটিং না থাকলে কী করেন বিক্রম?

রবিবার শুটিং না থাকলে কী করেন অভিনেতা? সপ্তাহের বাকি দিনগুলোর মতোই কঠিন পরিশ্রমে ব্যস্ত রাখেন নিজেকে। ঠিক কী করেন তিনি তার নজির রাখলেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ১৩:১১
Share:

বিক্রম চট্টোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

রবিবার কি আপনার ছুটির দিন। এ দিনটা কী করেন আপনি? নিছক আড্ডা, অথবা দুপুরের ভাতভুম এনজয় করেন নিশ্চয়ই। কিন্তু ব্যতিক্রম বিক্রম চট্টোপাধ্যায়

Advertisement

রবিবার শুটিং না থাকলে কী করেন অভিনেতা? সপ্তাহের বাকি দিনগুলোর মতোই কঠিন পরিশ্রমে ব্যস্ত রাখেন নিজেকে। ঠিক কী করেন তিনি তার নজির রাখলেন সোশ্যাল মিডিয়ায়।

আসলে বিক্রম যে পেশায় রয়েছেন, তাতে প্রতি মূহূর্তে নিজেকে ফিট রাখা প্রয়োজন। আর সে কারণেই শুটিংয়ের অবসরে শরীরচর্চায় নিজেকে ব্যস্ত রেখেছিলেন তিনি। সেই ভিডিয়ো শেয়ার করেছেন টুইটারে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন সানডে ফানডে নয়!’

Advertisement

আরও পড়ুন, বিবাহবার্ষিকী, কিন্তু এক সঙ্গে নেই সৌরভ-মধুমিতা

এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’এ বিক্রমের অভিনয় দেখছেন দর্শক। দীর্ঘ কয়েক বছর পরে ঐন্দ্রিলার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। দর্শক পছন্দ করছেন তাঁদের অভিনয়। টিআরপির বিচারেও যে এই ধারাবাহিক প্রথম স্থানে ছিল সে খবরও সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন বিক্রম। ! 🙈🙈

! 🙈🙈

এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’এ বিক্রমের অভিনয় দেখছেন দর্শক। দীর্ঘ কয়েক বছর পরে ঐন্দ্রিলার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। দর্শক পছন্দ করছেন তাঁদের অভিনয়। টিআরপির বিচারেও যে এই ধারাবাহিক প্রথম স্থানে ছিল সে খবরও সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন বিক্রম। ! 🙈🙈

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement