Sourav Ganguly

সৌরভের জীবনীচিত্রে রাজকুমার, পর্দার অভিনেতাকে দেখেই বাংলার ‘মহারাজ’ দিলেন কোন প্রতিক্রিয়া?

সৌরভের জীবনীচিত্র নিয়ে গত দু’বছর ধরে নানা সময়ে নানা ভাবে চর্চা চলেছে। নিজের চরিত্রে রাজকুমারকে মনোনীত করার সিদ্ধান্তে কি খুশি তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৭:৩৬
Share:

সৌরভের কি আদৌ মনে ধরেছে রাজকুমারকে? ছবি: সংগৃহীত।

বেশ কয়েক বছর ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্র নিয়ে চর্চা চলছে। ‘দাদা’র চরিত্রে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে। যদিও তাঁর আগে রণবীর কপূর থেকে আয়ুষ্মান খুরানা— একাধিক নাম উঠে এসে চর্চায়। চলতি বছর নিজের বিবাহবার্ষিকীতে এই খবরে সিলমোহর দেন সৌরভ। নিজের চরিত্রে রাজকুমারকে মনোনীত করার সিদ্ধান্তে কি খুশি তিনি?

Advertisement

বিক্রম মোতওয়ানের পরিচালনায়, লভ রঞ্জনের প্রযোজনায় তৈরি হতে চলেছে সৌরভের জীবনীচিত্র। তা নিয়ে গত দু’বছরে নানা সময়ে নানা ভাবে চর্চা চলেছে। তবে সৌরভের চরিত্রে রণবীরকেই দেখতে চেয়েছিলেন ‘দাদা’র সিংহভাগ অনুরাগী। যদিও সেটা সম্ভব হচ্ছে না। সৌরভ মানেই আবেগ। সৌরভ মানে প্রতিবাদও। সৌরভ মানে হার-না-মানা লড়াই— অন্তত এমনই ভেবে এসেছেন আপামর বাঙালি এত দিন। ফলে সেই চেতনায় সৌরভ গঙ্গোপাধ্যায় নিছক ক্রিকেটের গণ্ডিতে সীমাবদ্ধ নন। দেশের অন্যতম সেরা অধিনায়ক তিনি। তাঁর দীর্ঘ কেরিয়ারে সাফল্য যেমন দেখেছেন ব্যর্থতাও দেখেছেন। ক্রিকেটের ২২ গজ থেকে টিভির পর্দায় ‘দাদাগিরি’ সবক্ষেত্রেই সফল। বিসিসিআই এর প্রেসিডেন্টপদ সামলেছেন।

এমন দীর্ঘ কেরিয়ার যাঁর, তাঁকে পর্দায় জীবন্ত করে তোলা সহজ কথা নয়। রাজকুমার প্রসঙ্গে সৌরভ আগেই জানিয়েছেন তিনি দারুণ অভিনেতা। সৌরভের কথায়, ‘‘আমার মনে হয় রাজকুমার একেবারে সঠিক মানুষ। ওকে সব রকম ভাবে সাহায্য করব।’’ শোনা যাচ্ছে আগামী বছর জানুয়ারী থেকে শুরু হবে ছবির শুটিং ছবি মুক্তি পাবে পরের বছর ডিসেম্বরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement