‘বহুরূপে সম্মুখে’ আবীর চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।
এ বছরের পুজো নাকি আবীর চট্টোপাধ্যায়েরই? অভিনেতা নাকি ষষ্ঠী থেকে দশমী, চারদিনই বড় পর্দা জুড়ে থাকছেন? শুক্রবার অনীক দত্তের আগামী ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর মোশন পোস্টার প্রকাশ্যে। শোনা যাচ্ছে, এই ছবিটিও পুজোয় মুক্তি পাবে। সত্যজিৎ রায়ের ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’র সামান্য ছায়া ছবিতে রয়েছে, এ কথাও শোনা যাচ্ছে টলিউডে। সেখানে গোয়েন্দা-নায়কের ভূমিকায় আবীর। গত বছরের মতো এ বছরেও মুক্তি পাবে তাঁর পুজোর ছবি ‘রক্তবীজ ২’। এই ছবিতে অভিনেতা কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা পুলিশ অফিসার।
ষষ্ঠী থেকে দশমী তা হলে ‘বহু রূপে’ দর্শকদের ‘সম্মুখে’ আবীর? আনন্দবাজার ডট কম প্রশ্ন রেখেছিল ছবির প্রযোজক ফিরদৌসল হাসানের কাছে।
তাঁর পাল্টা বক্তব্য, “দুর্গাপুজো তো একই রকমের। তা হলে তাকে ঘিরে এত রকমের মণ্ডপ তৈরির প্রয়োজন কেন? আর বাঙালি তো ঘুরে ঘুরে সব মণ্ডপের পুজোই দেখেন! তা হলে এক নায়কের একাধিক ছবি মুক্তি পেলে কেন দেখবেন না?” বরং প্রযোজকের মত, একাধিক বাংলা ছবি পুজোয় মুক্তি পেলে বাঙালি দর্শক অন্য কোনও ছবি দেখার কথা ভাববেন না। এই পরিবেশ যদি বাংলা বিনোদন দুনিয়া তৈরি করে দিতে পারে তা হলে আখেরে টলিউডেরই লাভ।
টলিউডের লাভের পাশাপাশি প্রযোজক তো নিজের লাভ-লোকসানও দেখবেন! “অবশ্যই দেখব। দেখুন, এমনিতেই এখন উৎসবে লোকে ছবি দেখতে হলে আসে। আগের মতো সারা বছর ধরে ছবি দেখে না। তাই পুজো হোক বা বড়দিন, উদ্যাপনের সময়েই একাধিক ছবিমুক্তি ঘটবে”, বলেছেন ফিরদৌসল। প্রসঙ্গত, গত পুজোতেও ‘যত কাণ্ড কলকাতাতেই’ মুক্তির কথা উঠেছিল। সেই সময় শোনা গিয়েছিল, এক নায়কের দুটো ছবি বছরের কোনও সময়ে একসঙ্গে মুক্তি পাবে না। গত পুজোয় আবীরের পুজোর ছবি ছিল নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’। যে কারণে নাকি ছবিমুক্তি পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন ফিরদৌসল।
‘যত কাণ্ড কলকাতাতেই’, ‘রক্তবীজ ২’ পুজোতেই মুক্তি পাচ্ছে? ছবি: সনৎ সিংহ।
এ বছর কি উইন্ডোজ় প্রযোজনা সংস্থার দুই কর্ণধার নন্দিতা-শিবপ্রসাদের সঙ্গে আগাম কোনও ইতিবাচক আলোচনা হয়েছে ফ্রেন্ডস কমিউনিকেশনের?
কথা এখনও হয়নি, সে কথা জানিয়েছেন প্রযোজক। তবে তাঁর আশা, বিষয়টি নিয়ে আলোচনায় বসলে ইতিবাচক সিদ্ধান্ত উঠে আসবে। এও জানান, গত বছর ছবির পোস্ট প্রোডাকশনের কাজ অনেকটাই বাকি ছিল। সেই জন্যও তিনি ছবিমুক্তি পিছিয়ে দেন। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল ছবির পরিচালক অনীকের সঙ্গেও। তিনি জানিয়েছেন, প্রযোজক যা ভাল মনে করবেন সেটাই তিনি মেনে নেবেন।
কী বক্তব্য উইন্ডোজ় প্রযোজনা সংস্থার দুই কর্ণধারের? যাঁর ছবিমুক্তি ঘিরে এত চর্চা সেই আবীরই বা কী বলছেন?
ফোনে নন্দিতা-শিবপ্রসাদ এবং আবীর— তিন জনেই অধরা। তবে বাঙালির বারো মাসের অন্যতম পার্বণে পর্দা জুড়ে উপস্থিতির সুযোগ ঘটে তা হলে কে না খুশি হবেন?