Kritika Kamra Karan Kundrra Relationship

‘২৪ ঘণ্টা একসঙ্গে থাকতাম, কিন্তু...’! কেন কর্ণ কুন্দ্রার সঙ্গে সম্পর্ক ভাঙে কৃতিকা কামরার?

২০০৯ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘কিতনি মহব্বত হ্যায়’। ছোটপর্দায় জনপ্রিয় হয় কৃতিকা ও কর্ণের রসায়ন। সেই সময়ে তাঁরা ব্যক্তিগত জীবনেও জড়িয়েছিলেন সম্পর্কে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১২:০৮
Share:

কেন ভাঙে কৃতিকা ও কর্ণের প্রেম? ছবি: সংগৃহীত।

নতুন সম্পর্কের জল্পনায় সিলমোহর দিয়েছেন টেলি অভিনেত্রী কৃতিকা কামরা ও ক্রীড়াসঞ্চালক গৌরব কপূর? এখন এই আলোচনাই নেটপাড়ায়। অনুরাগীদের একাংশের মতে, যে পোস্ট অভিনেত্রী করেছেন, তাতে স্পষ্ট যে তাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন। নতুন সম্পর্কের গুঞ্জন শুরু হতেই অভিনেত্রীর প্রাক্তন প্রেম নিয়েও শুরু আলোচনা। অভিনেতা কর্ণ কুন্দ্রার সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে কী বলেছিলেন কৃতিকা?

Advertisement

২০০৯ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘কিতনি মহব্বত হ্যায়’। ছোটপর্দায় জনপ্রিয় হয় কৃতিকা ও কর্ণের রসায়ন। সেই সময়ে তাঁরা ব্যক্তিগত জীবনেও জড়িয়েছিলেন সম্পর্কে। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত তাঁদের সম্পর্ক টেকে। সম্প্রতি, কৃতিকার একটি পুরনো সাক্ষাৎকার ফের ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানেই তাঁকে কর্ণের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ বলতে শোনা যায়।

২০১২ সালের সেই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, কর্ণের সঙ্গে সম্পর্ক ভাঙার নির্দিষ্ট কোনও কারণ ছিল না। তাঁদের কোনও ঝগড়া-ঝামেলা হয়নি। কিন্তু, নতুন ধারাবাহিকে কাজের ব্যস্ততার জন্যেই নাকি একে অন্যকে সময় দিতে পারছিলেন না। কৃতিকা বলেন, “আমরা আমাদের সম্পর্কের যত্ন নিইনি, এটা সত্যিই দুঃখের। একটা মানসিক টান ছিল, আমরা ২৪ ঘণ্টা একসঙ্গে কাটাতাম। কিন্তু, ও (কর্ণ) কখনও আমাকে প্রেমপ্রস্তাব দেয়নি, এবং আমি কৃতজ্ঞ যে সেটা হয়নি। আমরা কখনও আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করিনি বা পাঁচ বছর পরে বিয়ে করতে হবে, এ সব কিছুই ভাবিনি। এমনকি বিচ্ছেদ নিয়েও কোনও কথা কখনও হয়নি। আজও আমাদের মধ্যে সেই স্বাভাবিক সম্পর্কটা আছে এবং আমরা একে অন্যের সঙ্গে যে কোনও বিষয়ে কথা বলতে পারি। যদি আমাদের মধ্যে কেউ নতুন কোনও কাজ করি বা কোনও বিষয়ে কোনও পরামর্শ প্রয়োজন পড়ে, প্রথম ফোনটা একে অপরকেই করি।” বিচ্ছেদ হলেও তাঁদের সম্পর্ক এখনও স্বাভাবিক, সমাজমাধ্যমেও একে অন্যকে অনুসরণ করেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement