অপর্ণাকে ছাড়াই চলছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং। ছবি: সংগৃহীত।
খোঁজ চলছে নায়িকার। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে সকলের মনে একটাই প্রশ্ন, নতুন ‘অপর্ণা’-কে কি পাওয়া গেল? ঘনিষ্ঠ সূত্র বলছে, এখনও পর্যন্ত কিছুই স্থির হয়নি। সেটের এক কুশলীর মতে, গল্পের গতি যে কোন দিকে এগোবে কিছু বোঝা যাচ্ছে না। তবে নিয়মিত শুটিং করছেন জীতু কমল।
নায়িকাকে ছাড়া কত দিন চলবে এই ধারাবাহিক? প্রশ্ন উঠতেই, অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী জানিয়েছেন, কোনও ভাবেই এই ধারাবাহিক বন্ধ হবে না। এর মধ্যেই ঘুরেফিরে আসছে নানা নাম। মাঝে শোনা গিয়েছিল দিতিপ্রিয়া রায় সরে যাওয়ার পরে, সম্ভবত ওই চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী প্রত্যুষা পালকে। আবার অনুরাগীদের একাংশের দাবি, এই চরিত্রে যদি অভিনেত্রী সৃজা দত্তকে দেখা যায় তা হলে ভাল হয়।
এ প্রসঙ্গে সৃজার সঙ্গে যোগাযোগ করা হয় আনন্দবাজার ডট কমের তরফে। অভিনেত্রী বলেন, “অনেক সময় কাজের নানা ধরনের আলোচনা হতে থাকে। তবে এই মুহূর্তে কোনও ধারাবাহিকে আমি সই করিনি। সামনে পরীক্ষা। ফলে পড়াশোনা করছি মন দিয়ে।” ঘনিষ্ঠ সূত্রের খবর, এখনও সে ভাবে কারও লুক সেটও হয়নি। তাই আপাতত দেখানো হচ্ছে, হারিয়ে গিয়েছে অপর্ণা। তাকে খোঁজার চেষ্টায় আর্য। পরের দৃশ্যে কোনও নতুন অপর্ণাকে দেখা যায় কি না, অপেক্ষা এখন তারই।