ছবি: সংগৃহীত।
ব্যবধান মাত্র সাত দিনের। তার মধ্যেই সব গেল উল্টে-পাল্টে! গত সপ্তাহে টিআরপি তালিকায় অনেকটাই নীচের দিকে ছিল ‘পরিণীতা’ ধারাবাহিকটি। কিন্তু চলতি সপ্তাহে অনেক কিছুই বদলেছে। এই সপ্তাহে যেমন ‘স্লট লিডার’ ধারাবাহিক ‘ফুলকি’। অন্য দিকে স্লট হারালেও প্রথম পাঁচে নিজেদের জায়গা ধরে রেখেছে ‘রাঙামতী তিরন্দাজ’। এত ধারাবাহিকের ভিড়ে এই সপ্তাহেও প্রথমে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত এই ধারাবাহিকের পরতে পরতে রয়েছে চমক। সুপারহিরো সব সময়ই দর্শককে বাড়তি আনন্দ দেয়। পরশুরামের চরিত্রও খানিকটা তেমনই। চলতি সপ্তাহে ৬.৭ পেয়ে প্রথমে রয়েছে এই ধারাবাহিক। যদিও আগের সপ্তাহে প্রতিটি ধারাবাহিকেরই নম্বর অনেকটা বেশি ছিল।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
‘পরিণীতা’র নতুন প্রোমো অনেকটাই এগিয়ে দিয়েছে এই ধারাবাহিককে। প্রোমোতে দেখা যাচ্ছে রায়ান এবং পারুল বিবাহবিচ্ছেদের জন্য আইনজীবীর কাছে গিয়েছিল। তা জেনে গিয়েছে বাড়ির বড়রা। ফলে বেকায়দায় নায়ক-নায়িকা। বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে তাদের। পড়াশোনা শেষ হয়নি। কোনও রোজগার নেই। এখন কী ভাবে জীবনধারণ করবে! কাহিনি মোড় নিচ্ছে অন্য দিকে। যা দর্শকের কৌতূহল বাড়াচ্ছে। সেই প্রতিচ্ছবি দেখা গেল টিআরপি তালিকায়। চলতি সপ্তাহে ‘পরিণীতা’ ধারাবাহিক পেয়েছে ৬.৪। এই একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’।
গত তিন বছরে একবারের জন্যও রেকর্ড ভাঙেনি ‘জগদ্ধাত্রী’র। বহু ধারাবাহিক শুরু হয়েছে। কোনও কোনও গল্প মাত্র তিন মাসেই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু জগদ্ধাত্রীর ক্যারিশ্মায় আচ্ছন্ন দর্শক। এই সপ্তাহে তারা রয়েছে তিন নম্বরে। পেয়েছে ৬.৩। এই সপ্তাহে অনেকখানি নম্বর কমেছে ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকের। ৬.১ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। অন্য দিকে ‘চিরসখা’ ধারাবাহিকেও চলছে টানটান উত্তেজনা। ফিরে এসেছে কমলিনীর স্বামী। এ বার সে সিঁথিতে সিঁদুর পরবে কি পরবে না, হাতে শাখা-পলা পরবে কি না, তা নিয়ে চলছে জোর চর্চা। এ সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৫.৫।