প্রথম স্থান পেল কোন ধারাবাহিক? ছবি: সংগৃহীত।
টিআরপি তালিকায় ওঠা-পড়া প্রতি সপ্তাহেই থাকে। ছোট পর্দার প্রিয় তারকার কে কত নম্বর পেল, তা নিয়ে দর্শক মনে বিপুল কৌতূহল। প্রতিটি ধারাবাহিকেই নিত্যনতুন মোড় আসছে। এই মুহূর্তে এক দিকে যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের সমীকরণ। অন্য দিকে ‘চিরসখা’র কাহিনি নিয়েও সমান আগ্রহী দর্শক। যদিও সব আলোচনার মাঝে প্রথম স্থানে একটানা নিজেদের জায়গা ধরে রেখেছে ‘পরশুরাম আজকের নায়ক’। তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর সমীকরণে মজে অনুরাগীরা। ৭.২ পেয়ে এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। গত এক মাসে প্রথম পাঁচের তালিকায় যে খুব বড় পরিবর্তন এসেছে, তা বলা যায় না। প্রতিটি ধারাবাহিকের নম্বরের মাঝে খুব বেশি ব্যবধান নেই। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে দেখা যাচ্ছে জোড়া ধারাবাহিক।
ইদানীং খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিকের কাহিনি। কিন্তু গত দু’বছর ধরে ‘ফুলকি’র কাহিনি দর্শকের নজর কেড়েছে। এই সপ্তাহে তারা পেয়েছে ৬.৯। বহু দিন পরে ‘পরিণীতা’ ধারাবাহিকও প্রথম পাঁচে। শুরু দিকে টিআরপি তালিকায় একে বারে প্রথমে নিজেদের জায়গা করে নিয়েছিল এই গল্প। কিন্তু মাঝের বেশ কয়েক মাস পিছিয়ে পড়েছিল কাহিনি। অনেক দিন পর আবার স্বমহিমায় ফিরেছে তারা। এই সপ্তাহে তারাও পেয়েছে ৬.৯। আর তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ এবং ‘রাজরাজেশ্বরী ভবানী’।
এ সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৬.৮। প্রেমের গল্প বরাবরই দর্শকের খুব প্রিয়। তাই ‘চিরসখা’র নতুন মোড় তারিয়ে তারিয়ে উপভোগ করছেন অনুরাগীরা। এই সপ্তাহে ৬.৫ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘চিরসখা’। আর পঞ্চম স্থানে ‘রাঙামতী তিরন্দাজ’। তারা পেয়েছে ৬.৩। তবে গত এক সপ্তাহ আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি। পর্দার সামনে আর্য এবং অপর্ণার সমীকরণ যেমন দর্শকের নজর কেড়েছে তেমনই দিতিপ্রিয়া রায় এবং জীতু কমলে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কৌতূহলের শেষ নেই। কিন্তু রোম্যান্স বা বিতর্ক —কোনও কিছুই ধারাবাহিকের নম্বর এই সপ্তাহেও বাড়াতে পারেনি। এই সপ্তাহে তারা পেয়েছে ৫.৪।