এগিয়ে গেল কোন ধারাবাহিক? ছবি: সংগৃহীত।
অবশেষে শিকে ছিঁড়ল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের। দিতিপ্রিয়া রায় এবং জীতু কমলের সম্পর্ক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, অনেকেই ভেবেছিলেন তা তৈরি হয়েছে শুধুমাত্র টিআরপি তালিকায় স্থান পাওয়ার জন্য। যদিও তখন তেমনটা না হলেও, এই সপ্তাহে তালিকার প্রথম পাঁচে উঠে এসেছে এই ধারাবাহিক। উল্টে স্থান হারিয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’।
বহু দিন পরে টিআরপি তালিকায় সবটাই উল্টেপাল্টে যাচ্ছে। যদিও গড়ে প্রতিটি ধারাবাহিকের নম্বর অনেকই কম। দুর্গাপুজোর রেশ শুরু, তাই কি দর্শক কম দেখছে ধারাবাহিক? অনেকের মনেই প্রশ্ন। তবে, বহু দিন পরে নিজেদের হারানো স্থান ফিরে পেয়েছে ‘পরিণীতা’। উদয়প্রতাপ সিংহ এবং ঈশানী চট্টোপাধ্যায়ের এই কাহিনি একসময় টানা প্রথম স্থানে ছিল। কিন্তু মাঝে পরশুরামের অ্যাকশনের কাছে হার মেনেছিল এই প্রেমের গল্প।
এই সপ্তাহে হারানো স্থান ফিরে পেল ‘পরিণীতা’। তাদের প্রাপ্ত নম্বর ৬.৯। নম্বর বেড়েছে ‘রাঙামতী তিরন্দাজ’-এরও । এই সপ্তাহে তারা পেয়েছে ৬.৬। বৃন্দা আর রাঙামতীর সমীকরণ দর্শকের নজর কেড়েছে। তৃতীয় স্থানে নেমে এসেছে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর ধারাবাহিকটি। তারা পেয়েছে ৬.৫। এই সপ্তাহে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। আর্য, অপর্ণার কাছাকাছি আসায় বাড়ল দর্শকের আগ্রহ? তারা পেয়েছে ৬.১। একই নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘ফুলকি’। ৬.৪ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ এবং ‘জগদ্ধাত্রী’।