প্রথম পাঁচ থেকে ছিটকে গেল ‘চিরসখা’। ছবি: সংগৃহীত।
কথায় আছে ‘পুরনো চাল ভাতে বাড়ে’। চলতি সপ্তাহে টিআরপি দেখে খানিকটা সেই আভাসই মেলে। চারিদিকে পুজো পুজো গন্ধ। গত সপ্তাহ থেকে প্রতিটি ধারাবাহিকের নম্বর কমেছে। এই সপ্তাহেও তেমনই চিত্র। পুজোর হইচই, প্রতিযোগিতার মাঝে তা-ও প্রথম স্থানে নিজেদের জায়গা ধরে রাখল ‘পরশুরাম আজকের নায়ক’। প্রথম পাঁচে কি কিছু বদল ঘটল?
চলতি সপ্তাহের টিআরপি তালিকায় অনেক পরিবর্তন হয়েছে। প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে ‘চিরসখা’, ‘রাঙামতী তিরন্দাজ’। তার বদলে নম্বর বেড়েছে ‘আমাদের দাদামণি’, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক দু’টির। বলা যায়, প্রথম স্থান ছাড়া বাকি সবই বদলে গিয়েছে। অনেকদিন পরে নম্বর বেড়েছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের।
৬.৫ পেয়ে প্রথম স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘জগদ্ধাত্রী’। মাঝে একটানা অনেকটা সময় ক্রমাগত পিছিয়ে পড়ছিল জগদ্ধাত্রী ও দুর্গার কাহিনি। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৬.৩। তৃতীয় স্থান নিয়ে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।
টিআরপি তালিকায় প্রথম পাঁচে রইল কারা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এক দিকে যেমন ‘ফুলকি’র গল্প নিয়েছে নতুন মোড়। অন্য দিকে আবার আর্য-অপর্ণার প্রেম কোন দিকে মোড় নেবে, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। ৬.১ পেয়ে এই দুই ধারাবাহিকই রয়েছে তৃতীয় স্থানে। অন্যান্য সপ্তাহের তুলনায় নম্বর কমেছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকের। তাদের প্রাপ্ত নম্বর ৬.০। ধীর গতিতে নম্বর বাড়ছে প্রতীক সেন অভিনীত ধারাবাহিকেরও। এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিক। তারা পেয়েছে ৫.৯।