ছবি: সংগৃহীত।
গত দু’সপ্তাহ পুজো প্রস্তুতিতেই কেটে গিয়েছে সবার। এর মধ্যে কি কেউ ধারাবাহিক দেখার সময় পেয়েছে? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খেয়েছে গত কয়েক দিনে। টিআরপি তালিকা আসার পরে হাতেগরম প্রমাণ মিলল তারই। প্রায় সব ধারাবাহিকের নম্বর কমেছে। তবে প্রথম সপ্তাহে ছক্কা হাঁকিয়েছে ‘জোয়ার ভাঁটা’।
গত ছয় মাসে অনেক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। কিন্তু টিআরপি তালিকায় প্রথম পাঁচে নিজেদের জায়গা করে নেওয়া কঠিন হয়েছে প্রায় প্রতিটি ধারাবাহিকের। তবে শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতির নতুন গল্প টেক্কা দিয়েছে অনেক পুরনোকে। এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘পরিণীতা’ আর পঞ্চম স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। ৬.৫ পেয়ে প্রথম স্থানে নিজেদের জায়গা করে নিয়েছে পারুল আর রায়ানের কাহিনি।
অনেকটাই নম্বর কমেছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের। প্রথম আর দ্বিতীয় ধারাবাহিকের নম্বরের মধ্যে অনেকটাই ফারাক এই সপ্তাহে। ৫.৯ পেয়েছে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত ধারাবাহিকটি। আর এই সপ্তাহে তৃতীয় স্থানে আছে তিনটি ধারাবাহিক। বোঝা যাচ্ছে পুজোর আবহেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’, ‘ফুলকি’ আর ‘জগদ্ধাত্রী’—তিন ধারাবাহিকই রয়েছে এক স্থানে। তিনটি গল্পেরই প্রাপ্ত নম্বর ৫.৮।
৫.৭ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’, ‘আমাদের দাদামণি’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’। আর পঞ্চম স্থানে রয়েছে দুই বোন, নিশা এবং উজির গল্প। তারা পেয়েছে ৫.৬।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।