Kiran Rao-Aamir Khan

‘একটুও লজ্জিত নই!’ প্রেমিকাকে নিয়ে ছুটিতে যাচ্ছেন আমির, তারই মধ্যে কেন এমন বললেন কিরণ?

দিন কয়েকের জন্য শহর থেকে দূরে একান্তে ছুটি কাটাতে যাচ্ছেন তাঁরা। এর নিজের সমাজমাধ্যমে পোস্ট দিলেন কিরণ লিখলেন, ‘আমি একেবারেই লজ্জিত নই।’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৭:০৭
Share:

আমির-গৌরীর একান্তযাপন, পাল্টা কী করলেন কিরণ? ছবি: সংগৃহীত।

গত কয়েক দিনে যেন অনেকখানি বদলে গিয়েছেন পরিচালক কিরণ রাও। স্বামী আমিরের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে আজ়াদই এখন তাঁর প্রতি মুহূর্তের সঙ্গী। সম্প্রতি ছেলেকে নিয়ে ভুটান ঘুরে এলেন কিরণ। এ দিকে মঙ্গলবার সকালেই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা যায় আমির খানকে। দিন কয়েকের জন্য শহর থেকে দূরে একান্তে ছুটি কাটাতে যাচ্ছেন তাঁরা। এর পর সমাজমাধ্যমে কিরণ লিখেন, ‘আমি একেবারেই লজ্জিত নই।’

Advertisement

বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির। এমনকি কিরণের সঙ্গে কাজও করেছেন। যখন আমির শহর ছেড়েছেন প্রেমিকাকে নিয়ে পাড়ি দিচ্ছেন দূরে, সেই সময় নিজের চেহারা বদলে ফেললেন কিরণ। চুল কেটে আরও কিছুটা ছোট করেছেন। পাশপাশি কিরণ জানিয়েছেন, তাঁর ঘরের আয়নারগুলির চেয়ে আবাসনের ইলিভেটর (লিফ্‌ট)-এর আয়নাগুলি অনেক বেশি ভাল। যার জন্য তিনি লজ্জিত নন। এমন বক্তব্য পেশ করার সঙ্গে সঙ্গে নিজের একগুচ্ছ ছবি ভাগ করেছেন কিরণ। সবই সেই লিফ্‌টের আয়নার সামনে দাঁড়িয়ে তোলা।

বরাবরই নিজেকে ক্যামেরার সামনে লাজুক বলে দাবি করেছেন কিরণ। কিন্তু সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে ছবিশিকারিদের ক্যামেরার সামনে একের পর এক ছবি তুলেছেন। এ যেন এক অন্য কিরণ! অনুরাগীরা অবশ্য বেজায় খুশি কিরণের এই নতুন রূপে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement