কোন কোন বলিউড তারকাকে দেখা যাবে এ বারের কলকাতা চলচ্চিত্র উৎসবে? ছবি: সংগৃহীত।
৬ নভেম্বর থেকে শুরু হবে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। প্রতি বছরই দর্শকের মনে প্রশ্ন থাকে, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে কাদের? এই অনুষ্ঠানে কখনও আমন্ত্রিত হিসাবে এসেছেন অমিতাভ বচ্চন এবং গোটা বচ্চন পরিবার। কখনও বিশেষ অতিথি হিসাবে দেখা গিয়েছে সলমন খান, রানি মুখোপাধ্যায়কে। এই বছর বিশেষ অতিথির তালিকায় থাকছেন কারা?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো শাহরুখ খানকে ঘরের ছেলেই বলেন। প্রতি বছর তাই চলচ্চিত্র উৎসবে ‘বাদশা’র উপস্থিতি অনেকটাই অভ্যাসে পরিণত হয়েছিল দর্শকের। কিন্তু গত কয়েক বছরে এই অভ্যাসেই ছেদ পড়েছে। এই বছরও উদ্বোধনী অনুষ্ঠানে দেখা পাওয়া যাবে না শাহরুখের। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে দেখা যাবে শত্রুঘ্ন সিন্হা, সৌরভ গঙ্গোপাধ্যায়, রমেশ সিপ্পী, সুজয় ঘোষ, আরতি মুখোপাধ্যায়কে।
বিশেষ নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসাবে প্রদর্শিত হবে ‘সপ্তপদী’। এই বছরের চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে। যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি।
১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে এই বছর। প্রদর্শিত হবে কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার ছবি। বিভিন্ন বিভাগে একাধিক ছবির প্রতিযোগিতা হওয়ার ঘোষণা করেন ইন্দ্রনীল। প্রতি বছরের মতো এই বারেও ‘সিনে আড্ডা’র আয়োজন করা হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’।