রিয়ালিটি শো-এ প্রকাশ্যেই যৌন সম্পর্কে জড়ালেন এঁরা!

‘বিগ ব্রাদার’কে মনে আছে? গত দু’মাস ধরে হইহই করে চলছে বাংলা রিয়ালিটি শো ‘বিগ বস’। যে কনসেপ্টে এই শো তৈরি সেটাই হল ব্রিটিশ টিভি শো ‘বিগ ব্রাদার’। শিল্পা শেট্টির সৌজন্যে এই শো এখন আমাদের পরিচিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ১৯:১৫
Share:

‘বিগ ব্রাদার’কে মনে আছে?

Advertisement

গত দু’মাস ধরে হইহই করে চলছে বাংলা রিয়ালিটি শো ‘বিগ বস’। যে কনসেপ্টে এই শো তৈরি সেটাই হল ব্রিটিশ টিভি শো ‘বিগ ব্রাদার’। শিল্পা শেট্টির সৌজন্যে এই শো এখন আমাদের পরিচিত। সেখানেই এ বার প্রকাশ্যে যৌন সম্পর্ক হল দুই প্রতিযোগী ম্যাক্রো পিয়েরি এবং লরা কার্টারের মধ্যে। আর এই বিস্ফোরক তথ্য জানিয়েছেন ম্যাক্রো স্বয়ং। গত শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। আর তা নাকি ভিডিওতে খুব স্পষ্ট ভাবে দেখাও গিয়েছে।

তবে এই স্বীকারোক্তির পর ভেঙে পড়েছেন ম্যাক্রো। তাঁর প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ারও আশঙ্কা করছেন তিনি। তাঁর কথায়, ‘‘আমার পরিবার এবং আমার প্রেমিকা এ কাজ করার জন্য আমাকে মেরে ফেলবে।’’

Advertisement

দেখুন সেই ভিডিও

অন্যদিকে লরার কাছে বিষয়টিকে খুব সহজ। তাঁর কথায়, ‘‘আমার মনে হয় ম্যাক্রো অপরাধবোধে ভুগছে। ওই রাতের পর ও এমন ব্যবহার করছে ঠিক যেন আমার ওপর থেকে হাত ধুয়ে ফেলল।’’

যদিও রিয়ালিটি শোতে প্রকাশ্য যৌনতা দেখানোয় চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়েছে। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা নিয়ে প্রবল আলোড়ন শুরু হয়েছে।


ঘনিষ্ঠ মুহূর্তে ম্যাক্রো পিয়েরি এবং লরা কার্টার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement