Entertainment News

ক্যাটরিনা কইফ নন, কপূর!

হেডিংটা ঠিকই পড়ছেন। ক্যাটরিনাকে সকলের সামনে কপূর বলেই ডাকলেন ক্রিস মার্টিন। প্রশ্ন উঠছে এমন অদ্ভুত ভুল এই ব্রিটিশ গায়ক করলেন কী করে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৮
Share:

হেডিংটা ঠিকই পড়ছেন। ক্যাটরিনাকে সকলের সামনে কপূর বলেই ডাকলেন ক্রিস মার্টিন। প্রশ্ন উঠছে এমন অদ্ভুত ভুল এই ব্রিটিশ গায়ক করলেন কী করে?

Advertisement

ঘটনাটি ঠিক কী, জানেন?

গত শনিবার নিউইয়র্কের একটি অ্যাওয়ার্ড মঞ্চে ক্রিস একই সঙ্গে করিনা এবং ক্যাটরিনাকে কপূর বলে সম্বোধন করেন। বলে ওঠেন, ‘ক্যাটরিনা কইফ কপূর!’

Advertisement

সেই মুহূর্তে ক্রিসের কো-অ্যাঙ্কর ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। ক্রিসের ঘোষণায় ক্যাটরিনা কইফ শোনার পর প্রথমে প্রিয়ঙ্কা বলে ফেলেন, ‘ওহ!’। ঠিক তার পরই গোটা সিচুয়েশন নিজে কন্ট্রোল করেন। কিন্তু তত ক্ষণে যা ভুল হওয়ার হয়ে গিয়েছে। সোশ্যাল ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে গিয়েছেন ক্যাটরিনা ‘কইফ’। তবে বিনোদন মহলের একটা বড় অংশের দাবি, ক্রিসের এই ভুল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আর একটা অংশ বলছেন, এই ধরনের আন্তর্জাতিক মঞ্চে ওঠার আগে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল তাঁর।


ক্রিস মার্টিন।

ছবি: সংগৃহীত।

‘দরজা খোলা আছে, যদি কেউ আহ্বান জানান তা হলে আমিও আছি’

ঘরোয়া সাজে রানির সেলফি ভাইরাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement