Entertainment News

কার সঙ্গে ঘনিষ্ঠ হলেন করিনা!

জানেন, কে ইনি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ১৮:৩২
Share:

ভাইরাল হওয়া সেই ছবি।— ইনস্টাগ্রামের সৌজন্যে।

সইফ নয়, অন্য কোনও পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হলেন করিনা কপূর খান! জানেন, কে ইনি?

Advertisement

না! এতে কোনও গসিপের গন্ধ নেই। কারণ এ ছবি রিয়েল লাইফের নয়, রিল লাইফের।

আরও পড়ুন, শাহরুখের মেয়ের বিকিনি পরা ছবি ভাইরাল

Advertisement

মা হওয়ার পর করিনার প্রথম ছবি ‘ভিরে দি ওয়েডিং’। ২০১৮-এ মুক্তি পাবে সে ছবি। ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে অপেক্ষা শুরু হয়েছে। সেই সিনেমার শুটিংয়ের এই ছবিটি লিক হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে করিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অভিনেতা সুমিত। এই ছবি আপাতত ভাইরাল। করিনার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে সোনম কপূরকেও।

আরও পড়ুন, ট্রেন থেকে এক ব্যক্তিকে ফেলে দিয়েছিলেন বিদ্যা!

কেরিয়ার তো রয়েইছে। তার পাশাপাশি তৈমুরকে নিয়েও ব্যস্ত করিনা। সম্প্রতি সইফ জানিয়েছেন তৈমুরকে আর কয়েক বছর পর বোর্ডিংয়ে পাঠিয়ে দিতে চান তিনি। আর এতে মত রয়েছে করিনারও। 😭✨ ’ 💞🙌🏻 💞😍

😭✨ ’ 💞🙌🏻 💞😍

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement