Entertainment News

রেখাকে জোর করে চুমু খেয়েছিলেন কে?

চিরকালই তিনি বলিউডের কন্ট্রোভার্সি কুইন। ফিল্ম হোক বা ব্যক্তিজীবন— রহস্যের আড়ালে থাকতে পছন্দ করেন রেখা। সম্প্রতি সামনে এসেছে রেখার জীবনের অত্যন্ত বিতর্কিত দু’টি বিষয়। সৌজন্যে ইয়েসের ওসমানের নতুন বই ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৫৭
Share:

চিরকালই তিনি বলিউডের কন্ট্রোভার্সি কুইন। ফিল্ম হোক বা ব্যক্তিজীবন— রহস্যের আড়ালে থাকতে পছন্দ করেন রেখা। সম্প্রতি সামনে এসেছে রেখার জীবনের অত্যন্ত বিতর্কিত দু’টি বিষয়। সৌজন্যে ইয়েসের ওসমানের নতুন বই ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’।

Advertisement

কী সেই বিতর্ক?

প্রথম ঘটনাটি ঘটে ‘আনজানি সফর’-এর শুটিংয়ের সময়। রেখার নায়ক ছিলেন বিশ্বজিত্। ছবিতে একটি চুমুর দৃশ্য ছিল। বিশ্বজিত্ নাকি জোর করে অনেক সময় ধরে রেখাকে চুমু খেয়েছিলেন। আর এতে স্তম্ভিত হয়ে যান নায়িকা। গোটা ক্রিউ মেম্বারদের সামনে চূড়ান্ত হেনস্থা হতে হয় তাঁকে। পরে অবশ্য বিশ্বজিত্ দাবি করেছিলেন, গোটা ঘটনাটি পরিচালকের আইডিয়া ছিল। ফলে এতে নাকি তাঁর কোনও দায় নেই।

Advertisement

দ্বিতীয় ঘটনাটি রেখার বিয়ের। কলকাতায় বিনোদ মেহেরাকে বিয়ে করার পর মুম্বই যান নায়িকা। কিন্তু, বিনোদের মা কমলা মেহেরা ছেলের বউ হিসেবে রেখাকে মেনে নেননি। প্রতিবেশীদের সামনে অপমান করা হয় তাঁকে। এমনকী, জুতো ছুঁড়েও মারা হয় বলে রেখার অভিযোগ।

আরও পড়ুন, রণবীরের ফেভারিট কুমিরের মাংস!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement