শাহরুখের বাড়িতে রাতারাতি আঁকিবুকি, পিছনে কারা?

রাতারাতি আঁকিবুকিতে ভরে গিয়েছে যার বাড়ির দেওয়াল তাঁর নাম শাহরুখ খান। বলিউডের বাদশার মতো ভিআইপির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অথবা ব্যক্তিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ১৭:৩৪
Share:

রাতারাতি আঁকিবুকিতে ভরে গিয়েছে যার বাড়ির দেওয়াল তাঁর নাম শাহরুখ খান। বলিউডের বাদশার মতো ভিআইপির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অথবা ব্যক্তিরা।

Advertisement

কমলা, নীল, নিয়ন সবুজে রাঙানো গ্রাফিতিতে ভরিয়ে দেওয়া হয়েছে তাঁর বাড়ির দেওয়াল। তাতে লেখা ‘লাভ এসআরকে অ্যান্ড সি ইউ অন ফিফটিন্থ’। যা দেখে বেজায় চটেছেন শাহরুখ খান। নীচে গৌরব নামে সইও করেছেন কোনও একজন। কিন্তু কে সে? এই অদ্ভুত আচরণের কারণ কী? বেজায় চটেছেন শাহরুখ খান নিজে। তিনি টুইট করে জানিয়েছেন, “আমি শকড। আপনি একদিনও বাড়ির বাইরে থাকতে পারবেন না? থাকলেই এই কাণ্ড হবে?”

প্রশ্ন উঠেছে শাহরুখের নিরাপত্তা নিয়েও। তাঁর মতো একজন প্রথম সারির তারকার বাড়ির দেওয়ালে এত বড় গ্রাফিটি করতে তো বেশ সময় লাগার কথা। তা কোনও নিরাপত্তারক্ষীর চোখে পড়ল না কেন? শাহরুখ এই ঘটনা নিয়ে কোনও অভিযোগ দায়ের না করলেও তোলপাড় পড়ে গিয়েছে মুম্বই পুলিশ সহলে। বলিউডের একাংশ থেকে এই ইঙ্গিতও করা হচ্ছে এটা আবার নতুন কোনও পাবলিসিটি স্টান্ট নয়তো!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement