মেঠো রাস্তায় কেন খালি পায়ে দৌড়লেন ঐশ্বর্যা?

ওমঙ্গ কুমার পরিচালিত ‘সর্বজিত্’-এর জন্য এখন জোরকদমে শুটিং করছেন ঐশ্বর্যা রাই বচ্চন। দীর্ঘদিন পর একদম অন্য লুকে বচ্চন-বধূকে পর্দায় দেখবেন দর্শক। কিন্তু এর মধ্যেই একদিন শুটিং চলাকালীন খালি পায়ে দৌড়লেন নায়িকা। ভাবছেন তো, ছবির জন্যই ঐশ্বর্যার এই দৌড়?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৬ ১৯:৪৯
Share:

ওমঙ্গ কুমার পরিচালিত ‘সর্বজিত্’-এর জন্য এখন জোরকদমে শুটিং করছেন ঐশ্বর্যা রাই বচ্চন। দীর্ঘদিন পর একদম অন্য লুকে বচ্চন-বধূকে পর্দায় দেখবেন দর্শক। কিন্তু এর মধ্যেই একদিন শুটিং চলাকালীন খালি পায়ে দৌড়লেন নায়িকা। ভাবছেন তো, ছবির জন্যই ঐশ্বর্যার এই দৌড়?

Advertisement

না! ভুল ভাবছেন। বিষয়টা তেমন নয়। আসল ঘটনাটি অন্য।

ছবিতে এমন একটি দৃশ্য রয়েছে যেখানে গ্রামের মেঠো রাস্তায় চটি পরে দৌড়বেন নায়িকা। কিন্তু শট দেওয়ার সময় তাঁর জুতো ছিঁড়ে যায়। জুতো আনতে যে সময় লাগবে তাতে দিনের আলো পড়ে যাবে। ফলে শট দিতে সমস্যা হবে। এতে সমস্যায় পড়বে গোটা ইউনিট। সে কথা ভেবেই ঐশ্বর্যা নিজে থেকেই খালি পায়ে দৌড়ে শট দেওয়ার কথা বলেন।

Advertisement

কিন্তু শেষরক্ষা হয়নি। এ ভাবে শট দিতে গিয়ে পায়ে আঘাত পান নায়িকা, রক্ত জমাট বেঁধে যায়। প্রাথমিক চিকিত্সার পর ভাল আছেন তিনি। ছবিটি মুক্তি পাবে আগামী ২০ মে।

আরও পড়ুন

সাধারণ সালোয়ার, পায়ে চটি, এ কোন ঐশ্বর্যা?

ঐশ্বর্যাকে নিয়ে নো টেনশন: রণদীপ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement