Entertainment News

কেন তাঁর নাম অক্ষয় কুমার হল, নিজেই জানালেন নায়ক

ফিল্মি দুনিয়া তাঁকে অক্ষয় কুমার নামেই বেশি চেনেন। তাঁর আসল নামও ফ্যানেরা জানেন। রাজীব ভাটিয়া। কিন্তু এই রাজীব ভাটিয়া থেকে অক্ষয় কুমার কী ভাবে হলেন, সেটা নায়ক নিজেই জানালেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১৯:১৯
Share:

ফিল্মি দুনিয়া তাঁকে অক্ষয় কুমার নামেই বেশি চেনেন। তাঁর আসল নামও ফ্যানেরা জানেন। রাজীব ভাটিয়া। কিন্তু এই রাজীব ভাটিয়া থেকে অক্ষয় কুমার কী ভাবে হলেন, সেটা নায়ক নিজেই জানালেন।

Advertisement

তাঁর প্রযোজনায় তৈরি ‘নাম শাবানা’ ছবির পুরো টিমকে নিয়ে সোমবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অক্ষয়। সেখানেই তাঁর নামের রহস্য উন্মোচন করেন আক্কি।

আরও পড়ুন: ‘বেগমজান’-এর স্ক্রিপ্টটাই আমাকে তৈরি করেছে, বললেন বিদ্যা

Advertisement

নায়ক বলেন, ‘‘১৯৮৭-তে মহেশ ভট্ট পরিচালিত ‘আজ’ ছবিতে প্রথম অভিনয় করি। কুমার গৌরবও ছিলেন সেই ছবিতে। ছবিতে গৌরবের নাম হয়েছিল অক্ষয়। মাত্র সাড়ে ৪ সেকেন্ডের অভিনয় ছিল আমার। গৌরবকে লক্ষ্য করতাম। তাঁর অভিনয় মন দিয়ে দেখতাম। জানি না, হঠাত্ এক দিন কী হল, সোজা চলে গেলাম আদালতে। সেখানে গিয়ে নামটাই বদলে ফেললাম। নতুন নাম হল অক্ষয় কুমার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement