Entertainment News

‘পাপা আমি রেডি’, কেন বলল আব্রাম?

শুটিং হোক বা শুটিংয়ের বাইরে— বাবাকে মোটেই ছাড়তে চায় না ছোট্ট আব্রাম। আবার পোজ দিয়ে ছবি তোলাতেও তার নাকি দারুণ আগ্রহ। সে সবেরই প্রমাণ মিলল একটি ভিডিওতে। সম্ভবত এই প্রথম অন ক্যামেরা এত কথা বলতে দেখা গেল আব্রামকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ১৫:২০
Share:

ওই সাক্ষাত্কারের মধ্যে বাবার সঙ্গে আব্রাম। ছবি: টুইটারের সৌজন্যে।

শুটিং হোক বা শুটিংয়ের বাইরে— বাবাকে মোটেই ছাড়তে চায় না ছোট্ট আব্রাম। আবার পোজ দিয়ে ছবি তোলাতেও তার নাকি দারুণ আগ্রহ। সে সবেরই প্রমাণ মিলল একটি ভিডিওতে। সম্ভবত এই প্রথম অন ক্যামেরা এত কথা বলতে দেখা গেল আব্রামকে।

Advertisement

ওই ভিডিওতে দেখা যাচ্ছে সাক্ষাত্কার দিতে বসেছেন শাহরুখ খান। হঠাত্ই আঙুলে ব্যথা নিয়ে সেখানে হাজির আব্রাম। শাহরুখ বললেন, ‘এসো আঙুলে চুমু খেয়ে দিই, ঠিক হয়ে যাবে।’ আব্রাম কাছে আসার পর তিনি জানতে চান, ‘তোমাকে কি একটা ইঞ্জেকশন দিতে পারি?’ এরপর আব্রামের পিঠে ইঞ্জেকশন দেওয়ার ভান করতেই আব্রাম বলে ওঠে, ‘ওহ! বেশ জোরে লেগেছে।’ এ ভাবেই চলতে থাকে বাবা-ছেলের অবিরাম খুনসুটি।

আরও পড়ুন, শাহরুখ আমাকে নষ্ট করেছে, বিস্ফোরক দাবি এই নায়িকার

Advertisement

শেষে সাক্ষাত্কার শুরু করার তাড়ায় শাহরুখ বলেন ‘তুমি তৈরি হয়ে নাও। এটা হয়ে গেলেই আমরা খোলা গাড়িতে শুটিং করব।’ আব্রামের ছোট্ট জবাব ‘পাপা আমি রেডি।’ আপাতত বিটাউনের কিঙ্গ খান আর খুদে সেলেব আব্রামের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। & ! ❤

শেষে সাক্ষাত্কার শুরু করার তাড়ায় শাহরুখ বলেন ‘তুমি তৈরি হয়ে নাও। এটা হয়ে গেলেই আমরা খোলা গাড়িতে শুটিং করব।’ আব্রামের ছোট্ট জবাব ‘পাপা আমি রেডি।’ আপাতত বিটাউনের কিঙ্গ খান আর খুদে সেলেব আব্রামের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement