Entertainment News

চোট পাওয়া পায়ের ছবি কেন শেয়ার করলেন দেব?

‘আমাজন অভিযান’ দেবের কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় আমাজনের গহনে শুটিং করেছেন তিনি। বহু ঝুঁকি নিতে হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ১৩:৫৫
Share:

দেব (বাঁদিকে), সেই পায়ের ছবি (ডানদিকে)। ছবি: টুইটারের সৌজন্যে।

৯ ডিসেম্বর। সকাল। সোশ্যাল মিডিয়ায় দু’টি ছবি পোস্ট করেছেন অভিনেতা দেব। যেখানে দেখা যাচ্ছে, পায়ে ব্যান্ডেজ জড়ানো রয়েছে।

Advertisement

তা হলে কি কোনও দুর্ঘটনা ঘটল নায়কের? তিনি সুস্থ রয়েছেন তো?

এ হেন চিন্তায় যখন চিন্তিত তাঁর অনুরাগীরা, তখনই অনেকের লক্ষ করলেন ছবির ক্যাপশন। দেব লিখেছেন, ‘গুড মর্নিং টুইটার ওয়ার্ল্ড… আমাজন অভিযান আর ১৩ দিন পরে মুক্তি পাবে। কিছু যন্ত্রণার মুহূর্ত…।’

Advertisement

আরও পড়ুন, কী ভাবে আমাজনের রুটম্যাপ বানিয়েছিলেন? শোনালেন পরিচালক

‘আমাজন অভিযান’ দেবের কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় আমাজনের গহনে শুটিং করেছেন তিনি। বহু ঝুঁকি নিতে হয়েছে। বহু চোট-আঘাত পেরিয়ে তবেই সফল হয়েছে তাঁদের প্রজেক্ট। সে সব দিনের টুকরো স্মৃতি সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দেব।

আরও পড়ুন, অম্বরীশের নাকি ছাতা হারিয়েছে? তার পর…

‘আমাজন অভিযান’এর বাজেট ২৫ কোটি টাকা। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এই প্রথম এত বড় বাজেটের ছবি প্রযোজনা করছে। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় যেমন ঝুঁকি নিয়েছেন তেমনই ঝুঁকি রয়েছে দেবেরও।বাংলা ছাড়াও তেলগু তামিল হিন্দি অসমিয়া এবং ওড়িয়া ভাষায় ছবিটি মুক্তি পাবে বলে খবর। ট্রেলারও এই সবকটি ভাষাতেই রিলিজ করেছে। আগামী বড়দিনে ‘চাঁদের পাহাড়’এর সিক্যুয়েল কতটা দর্শকদের মন জয় করতে পারে সেটাই এখন দেখার।

‘আমাজন অভিযান’এর বাজেট ২৫ কোটি টাকা। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এই প্রথম এত বড় বাজেটের ছবি প্রযোজনা করছে। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় যেমন ঝুঁকি নিয়েছেন তেমনই ঝুঁকি রয়েছে দেবেরও।বাংলা ছাড়াও তেলগু তামিল হিন্দি অসমিয়া এবং ওড়িয়া ভাষায় ছবিটি মুক্তি পাবে বলে খবর। ট্রেলারও এই সবকটি ভাষাতেই রিলিজ করেছে। আগামী বড়দিনে ‘চাঁদের পাহাড়’এর সিক্যুয়েল কতটা দর্শকদের মন জয় করতে পারে সেটাই এখন দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন