Entertainment News

ভক্তকে কেন চড় মারলেন জন?

না! এর আগে তাঁকে এই মুডে বিশেষ দেখা যায়নি। বরং বেশ ‘কুল’ মেজাজে ভক্তদের সামলানোর জন্য খ্যাতি রয়েছে তাঁর। সেই জন আব্রাহামের বিরুদ্ধেই এ বার এক অনুরাগীকে চড় মারার অভিযোগ উঠল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৭
Share:

না! এর আগে তাঁকে এই মুডে বিশেষ দেখা যায়নি। বরং বেশ ‘কুল’ মেজাজে ভক্তদের সামলানোর জন্য খ্যাতি রয়েছে তাঁর। সেই জন আব্রাহামের বিরুদ্ধেই এ বার এক অনুরাগীকে চড় মারার অভিযোগ উঠল। শোনা যাচ্ছে, জনের এক ভক্ত তাঁর সঙ্গে সেলফি তুলতে চাইলে তিনি মেজাজ হারিয়ে সেই ভক্তকে চড় মারেন। গত বৃহস্পতিবার মুম্বইতে ‘ফোর্স ২’-এর পোস্ট ট্রেলর লঞ্চে এই ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে জন বেরিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। তখনই এ ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর।

Advertisement

জানা গিয়েছে, এক ভক্ত সেলফি তোলার জন্য জনের হাত ধরে টানাটানি করছিলেন। সে সময়ই নাকি মেজাজ হারান নায়ক। সপাটে চড় মারেন ওই ভক্তকে। এমনকী উপস্থিত পাপারাত‌্‌জিদেরও হুমকি দেন কোনও ভাবেই এই ঘটনা যেন রেকর্ড না করা হয়। তবে এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি।

আরও পড়ুন

Advertisement

‘বুম্বাদার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স…’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement