Anjan VS Neel Dutt

বাবার ছবির সুরকার, মঞ্চও ভাগ করেছি, তার মানেই ‘কেয়ার অফ অঞ্জন দত্ত’! কেন প্রশ্ন নীলের?

“আমার বিয়ে খুব ধুমধাম করে হয়নি। কিন্তু ‘বিবাহ’ নামক প্রথায় বিশ্বাস আছে”, তাই কি তাঁর ছবির কেন্দ্রে বিয়ে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২১
Share:

এক ফ্রেমে অঞ্জন এবং নীল দত্ত। ছবি: সংগৃহীত।

নীল দত্ত ছবি পরিচালনায়। অঞ্জন দত্ত সহ-প্রযোজক। ছেলের জন্য বাবার গর্বের শেষ নেই! সাড়ম্বরে ছেলের প্রথম কাজ নিয়ে ঘোষণা করেছেন। নীলের ‘বিয়ে ফিয়ে নিয়ে’ বিদেশের চলচ্চিত্র উৎসবে প্রথম দেখানো হবে। নতুন পরিচালকের ছবির বিষয় বিয়ে কেন? প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কম-এর। নীলের সহাস্য জবাব, “আমার খুব ধুমধাম করে বিয়ে হয়নি। কিন্তু ‘বিবাহ’ নামক প্রথায় বিশ্বাস আছে। তাই বন্ধুদের নিয়ে ভারতীয় বিয়ের উপরে মজার ছবি বানিয়ে ফেললাম।”

Advertisement

বরাবর গান তাঁর পছন্দের বিষয়। অঞ্জনের ছবির সুরকার তিনি। বাবার সঙ্গে মঞ্চও ভাগ করেন। কোথাও যেন অঞ্জনের ছায়া বা প্রভাব আগলে রাখে তাঁকে। নিজেকে প্রমাণ করতেই কি নীল ছবি পরিচালনায়? আর বিষয়ভাবনাতেও বাবার থেকে শত যোজন দূরে?

‘বিয়ে ফিয়ে নিয়ে’ ছবির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত।

“যত তাড়াতাড়ি এই প্রশ্নের উত্তর দিতে পারব তত দ্রুত কিন্তু পরিচালনার সিদ্ধান্ত নিতে পারিনি। ছবি পরিচালনার কথা ভাবলে যেন জ্বর আসত!”, বললেন নীল। সবিস্তার বলার আগে পাল্টা প্রশ্নও করলেন। জানতে চাইলেন, “হ্যাঁ, আমি বাবার ছবির সুরকার। ওঁর সঙ্গে মঞ্চও ভাগ করি। তার মানেই নীল দত্ত ‘কেয়ার অফ’ অঞ্জন দত্ত? আমাদের গান শুনলেই বোঝা যাবে, আমার আর বাবার গানের ধারা এক নয়।”

Advertisement

এই প্রজন্মের প্রেম-প্রেমহীনতা-বিয়ে-সম্পর্ক নিয়ে ভীতি— নীলকে ভাবায়। আবার বিয়েকে ঘিরে কত জাঁকজমক, হুল্লোড়। একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেকের উদ্‌যাপন। এই বৈপরীত্য তাঁকে অনেক দিন ধরে ভাবাচ্ছিল। তিনি এ-ও দেখেছেন, এত রঙের আড়ালে নানা ‘ট্যাবু’, অনেক সমস্যা। কিন্তু তাঁর যে পরিচালনায় বড্ড অনীহা! “একসঙ্গে অত জনকে সামলাতে পারব? পরিচালনার কথা মনে হলেই এই চিন্তা মাথায় আসত”, বললেন পরিচালক। শেষে সিদ্ধান্তে এলেন, পরিচালকের টুপি পরবেন তিনিও। কিন্তু সচেতন ভাবেই বাবার পথে হাঁটবেন না। মজার ছবির মোড়কে বাস্তব দেখানোর চেষ্টা করবেন। নিটোল গল্প বলবেন তিনি।

যেমন ভাবা, তেমন কাজ। একদল বন্ধু, নতুন আর তুলনায় পরিচিত মুখেদের নিয়ে শুটিং শুরু কোচবিহারে। অনেকটা সময় ধরে কর্মশালার পর নীলের ছবিতে দেখা যাবে অনুষা বিশ্বনাথন, শাওন চক্রবর্তী, শ্রীময়ী ঘোষ, অনিরুদ্ধ গুপ্ত, অন্বেষা বন্দ্যোপাধ্যায়-সহ এক ঝাঁক নতুন অভিনেতাকে। নীলের মতে, “আমিও তো কোনও দিন নতুন ছিলাম। তাই নতুনদের নিয়ে কাজ করতে ভালবাসি। তা ছাড়া, এক মুখ দেখতে দেখতে ক্লান্ত।” ছবি পরিচালনা শেষ করে কিন্তু খুশি তিনি। উপলব্ধি করেছেন, পরিচালকের মাথায় যা থাকে সেটা তিনিই একমাত্র বোঝেন। এটা বুঝেই দারুণ খুশি নীল।

আগামী ছবি নিয়ে এখনই ভাবতে নারাজ অঞ্জন-পুত্র। নিজের শহরে কদর বাড়াতেই আন্তর্জাতিক মঞ্চে ছবি প্রদর্শন?

প্রশ্ন শুনে হেসে ফেলেছেন নীল। তাঁর যুক্তি, “এটা সহ-প্রযোজক অঞ্জন দত্ত বলতে পারবেন। আমার মনে হয়, স্থান-কাল ভেদে বিয়ের আচার ভিন্ন হলেও ছবির বিষয়টি সর্বজনীন। তাই নিজের শহরের মতোই আন্তর্জাতিক মঞ্চেও ‘বিয়ে ফিয়ে নিয়ে’ প্রাসঙ্গিক।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement