Jeet's Next Bengali Film Shooting Star Soon

পিছিয়ে গেল জিতের আগামী ছবির শুটিং! পূজা কার্নিভাল, না কি অতিরিক্ত বাজেট, নেপথ্য কারণ কী?

পরিচালক পথিকৃৎ আনন্দবাজার ডট কম-কে বলেছেন, “আমি জানি, বাংলা ছবির বাজেট কত হওয়া উচিত।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৯:১৫
Share:

জিতের আগামী ছবির শুটিং কবে? ছবি: ফেসবুক।

জিৎ আবার ছক ভাঙছেন। ‘সুপার হিরো’র তকমা সরিয়ে তিনি বিপ্লবী ‘অনন্ত সিংহ’। পথিকৃৎ বসুর ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে আরও অনেক চমক আছে। তবে সাম্প্রতিক চমক, তিনি নাকি প্রযোজকের ঘরে ‘ডাকাতি’ করেছেন!

Advertisement

৫ সেপ্টেম্বর থেকে ছবির প্রথম শুটিং শুরুর কথা ছিল তাঁর। অতিরিক্ত বাজেট নাকি ছবির শুটিং পিছোতে বাধ্য করেছে!

টলিউডে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। সত্যিই কি এ রকম কিছু ঘটিয়েছেন পরিচালক? জানতে আনন্দবাজার ডট কম কথা বলেছিল পরিচালকের সঙ্গে। পথিকৃৎ অবশ্য সেই গুঞ্জন নস্যাৎ করে দিয়েছেন। তাঁর সপাট দাবি, “বাংলা ছবি কত বাজেটে তৈরি হয়, জানি। আমার বাজেটের কারণে আজ পর্যন্ত কোনও ছবি পিছোয়নি।” তিনি জানিয়েছেন, রবিবার দুর্গাপুজোর কার্নিভাল। রেড রোড, জিপিও-র সামনে তাই রাজ্য প্রশাসন শুটিংয়ের অনুমতি দেয়নি। এই কারণেই শুটিং পিছিয়েছে।

Advertisement

সব ঠিক থাকলে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর শুটিং শুরু হবে ২৫ অক্টোবর থেকে।

এ বার ছবির বাকি চমক। এই ছবিতে জিতের সঙ্গে প্রথম অভিনয় করবেন টোটা রায়চৌধুরী। টোটার চরিত্রটিতে আগে নাকি অভিনয় করার কথা ছিল আবীর চট্টোপাধ্যায়ের! টলিপাড়ার অন্দরের খবর, পরাধীন ভারতের দাপুটে স্বাধীনতা সংগ্রামী ‘অনন্ত সিংহ’-এর জীবনীছবিতে এক দোর্দণ্ডপ্রতাপ পুলিশ আধিকারিকের চরিত্রে ভাবা হয়েছিল তাঁকে। এ ছাড়া, জিতের ছবির গানে প্রথম সুর দেবেন শান্তনু মৈত্র। তিনিও অধীর আগ্রহে অপেক্ষায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement