Jeet-Tota Roy Choudhury

জিতের সঙ্গে প্রথম বার দেখা যাবে টোটাকে! কোন ছবিতে, কাকে সরিয়ে বড় পর্দায় আসছেন অভিনেতা?

গুঞ্জন সত্যি হলে এই প্রথম বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন জিৎ-টোটা। অভিনেতা এর আগে দেবের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১২:৪২
Share:

টোটা রায়চৌধুরী পর্দাভাগ করবেন জিতের সঙ্গে? ছবি: ফেসবুক।

বলিউডে তাঁকে যত দেখা যাচ্ছে, বাংলা বিনোদন দুনিয়া ততটা পাচ্ছে কই! এমন অনুযোগ টলিউডের, তাঁর অনুরাগীদেরও। অবশেষে প্রতিম গুপ্তের ‘চালচিত্র’-এর পর আবার তিনি বাংলা ছবিতে। শুক্রবার টলিপাড়ায় জোর গুঞ্জন, পথিকৃৎ বসুর আগামী ছবি ‘অনন্ত সিংহ’-এ অভিনয় করতে পারেন টোটা রায়চৌধুরী। আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই অভিনেতা বলেছেন, “সদ্য চিত্রনাট্য পড়েছি। ভাল লেগেছে। কিন্তু অভিনয় করব কি না এখনও ভেবে উঠতে পারিনি।”

Advertisement

টোটা অভিনয়ে রাজি হলে এই প্রথম তিনি জিতের সঙ্গে পর্দা ভাগ করবেন। এর আগে তাঁকে দেবের সঙ্গে একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে, গুঞ্জনের এখানেই শেষ নয়। যে চরিত্রে টোটা অভিনয় করবেন সেই চরিত্রে আগে নাকি অভিনয় করার কথা ছিল আবীর চট্টোপাধ্যায়ের! সেই অনুযায়ী পরিচালক পথিকৃৎ, প্রযোজক প্রদীপ নন্দী এগোচ্ছিলেন। শোনা যাচ্ছে, একের পর এক শুটিংয়ে এতটাই ব্যস্ত আবীর, যে ‘অনন্ত সিংহ’-এর জন্য সময় বার করতে পারছেন না।

আবীর চট্টোপাধ্যায় কেন সরে যাচ্ছেন? ছবি: ফেসবুক।

এই জায়গা থেকেই প্রশ্ন, আবীর রাজি হলে কোন চরিত্রে দেখা যেত তাঁকে? টলিপাড়ার অন্দরের খবর, পরাধীন ভারতের দাপুটে স্বাধীনতা সংগ্রামী ‘অনন্ত সিংহ’-এর জীবনীছবিতে এক দোর্দণ্ডপ্রতাপ পুলিশ আধিকারিকের চরিত্রে ভাবা হয়েছিল তাঁকে।

Advertisement

উল্লেখ্য, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘রক্তবীজ ২’-তেও আবীর ডাকসাইটে পুলিশ আধিকারিক ‘পঙ্কজ সিংহ’। পাশাপাশি, টোটাকে ‘চালচিত্র’ ছাড়াও, নীরজ পাণ্ডের ‘স্পেশাল অপস ২’-এ পুলিশ অফিসার, বিক্রম মোতওয়ানের ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এ জেলারের ভূমিকায় অভিনয় করেছেন।

সব ঠিক থাকলে ছবির শুটিং শুরু হতে পারে পুজোর পর, অক্টোবর থেকে। ছবির নায়িকা নাকি এখনও চূড়ান্ত হয়নি। তবে কোনও নবাগতাকে দেখা যাবে জিতের বিপরীতে। তার জন্য কলেজে কলেজে নাকি ‘অডিশন’ নিয়েছে প্রযোজনা সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement