Jeetu Kamal Again In Problem?

ছোটপর্দায় দুর্গাপুজোর উদ্‌যাপন, ধারাবাহিকের সব নায়ক যোগ দিচ্ছেন অনুষ্ঠানে! নেই কেবল জীতু?

বিশেষ অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। সেখানও নাকি দেখা যাচ্ছে না ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়ককে!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৭
Share:

ফের সমস্যায় জীতু কমল? ছবি: ফেসবুক।

চান বা না চান, জীতু কমল কিন্তু চর্চায় রয়েছেন। অনেক দিন পরে ছোটপর্দায় তাঁর প্রত্যাবর্তন হয়েছে। ধারাবাহিক ‘আর্য সিংহ রায়’-এর চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয়ের সুবাদে হোক, বা কখনও নিজেকে বাঁচাতে স্পষ্ট কথা বলার কারণে প্রায়ই থাকেন আলোচনায়। বৃহস্পতিবার থেকে আবার তিনি চর্চায়। চর্চার কারণ, চ্যানেলের দুর্গাপুজোর বিশেষ অনুষ্ঠানে তিনি নাকি নেই! অথচ, ধারাবাহিকের বাকি নায়কেরা উদ্‌যাপনে আছেন।

Advertisement

সম্প্রতি, অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। সেই সমস্ত ছবিতে অন্যান্য অভিনেতাদের সঙ্গে দিতিপ্রিয়া রায়কে দেখা গিয়েছে। লাল পোশাকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়িকা উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছেন। কিন্তু নায়ক কই? এর পরেই কানাঘুষো শোনা গিয়েছে, একমাত্র জীতুকেই নাকি অনুষ্ঠানে দেখা যাবে না!

নতুন করে কোনও সমস্যা তৈরি হল আবার? তাই কি অনুষ্ঠানে দেখা যাবে না জীতুকে? না কি অভিনেতা নিজেই ব্যক্তিগত কোনও কারণে যোগ দিচ্ছেন না?

Advertisement

সবিস্তার জানতে, আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল ধারাবাহিকের নায়কের সঙ্গে। তিনি ফোনে সাড়া দেননি। শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে নাকি ধারাবাহিকের সমস্ত অভিনেতাই মুখে কুলুপ এঁটেছেন। সমাজমাধ্যমে অবশ্য ক্ষোভ উগরে দিয়েছেন জীতু কমলের অনুরাগী দর্শকেরা। তাঁরা লিখেছেন, “পুজোর বিশেষ অনুষ্ঠানে চ্যানেলের সব ধারাবাহিকের নায়ক রয়েছেন। কেবল জীতু নেই! অবাক হচ্ছি আমরা। পছন্দের নায়ক থাকলে তিনিও তাঁর মতো করে আমাদের মুগ্ধ করতেন। সেই সুযোগ আমরা হারালাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement