Entertainment News

টালিগঞ্জের এই অভিনেত্রীর হঠাত্ এমন সাজ কেন?

ইনি টালিগঞ্জের এক পরিচিত অভিনেত্রী। চিনতে পারছেন?

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ০৫ মে ২০১৮ ১৪:১১
Share:

কে ইনি? চিনতে পারছেন? ছবি: ফেসবুকের সৌজন্যে।

শান্ত চেহারা। পরনে সাদা থান। ছোট করে কাটা চুল। তাকিয়ে আছেন নির্নিমেষ। ইনি টালিগঞ্জের এক পরিচিত অভিনেত্রী। চিনতে পারছেন?

Advertisement

ইনি প্রিয়ম চক্রবর্তী। টেলিভিশনের দৌলতে এখন দর্শকদের কাছে পরিচিত মুখ। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। কিন্তু হঠাত্ এমন সাজ কেন তাঁর?

এ রহস্যের সমাধান করলেন অভিনেত্রী নিজেই। আসলে জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’-তে প্রসন্নময়ীর চরিত্রে অভিনয় করছেন প্রিয়ম। আর এই লুক সেই চরিত্রেরই।

Advertisement

প্রিয়মের কথায়, ‘‘রামকৃষ্ণদেবের প্রসন্ন দিদির চরিত্রে আমি অভিনয় করছি। ছোট থেকেই এই দিদি রামকৃষ্ণদেবকে রামায়ণ, ঠাকুরের গল্প পড়ে শোনাতেন। ওঁর কাছেই বেশ কিছু আধ্যাত্মিক চিন্তার সন্ধান পেয়েছিলেন ঠাকুর। ফলে ওঁর জীবনে প্রসন্ন দিদির ভূমিকা অনেকটাই।’’

আরও পড়ুন, সায়ন্তনী এ বার দেবের টিমে

ইতিমধ্যেই একদিন প্রিয়মকে এই লুকে ‘করুণাময়ী রানি রাসমণি’-তে দেখেছেন দর্শক। কিন্তু এমন চরিত্রে হঠাত্ রাজি হলেন কেন? প্রিয়ম শেয়ার করলেন, ‘‘চরিত্রের লুক একেবারে আলাদা। এমন ভাবে আগে আমাকে কেউ দেখেননি। আর চরিত্রটাও খুব ভাল লেগেছিল। যতটা সহজ আমরা ভাবি, কাজটা কিন্তু ততটা সহজ নয়। বিশেষ করে সেই সময়ের ভাষায় কথা বলাটা বেশ কঠিন।’’

আরও পড়ুন, ভাল বউ! নিজেকেই সার্টিফিকেট শুভশ্রীর

সব মিলিয়ে নতুন জার্নি শুরু করেছেন প্রিয়ম। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁর লুক পছন্দ করেছেন দর্শকদের একটা বড় অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement