Entertainment News

বাহুবলীকে কেন মারলেন কাটাপ্পা, উত্তর মিলবে রইস দেখতে গেলেই!

গত দু’বছর ধরেই মানুষের মুখে মুখে প্রশ্নটা ঘুরছে। কিন্তু, উত্তর মেলেনি। লক্ষ লক্ষ মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছেন এর উত্তরের জন্য। কেন বাহুবলীকে হত্যা করলেন কাটাপ্পা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৭ ১৪:৫৮
Share:

গত দু’বছর ধরেই মানুষের মুখে মুখে প্রশ্নটা ঘুরছে। কিন্তু, উত্তর মেলেনি। লক্ষ লক্ষ মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছেন এর উত্তরের জন্য। কেন বাহুবলীকে হত্যা করলেন কাটাপ্পা?
না, কোনও মিথ্যে আশ্বাস নয়। এ বার সত্যিই মিলবে এই প্রশ্নের উত্তর। ২৫ জানুয়ারি, শাহরুখ খানের ‘রইস’ ছবির মুক্তির দিনেই মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য কলক্ল্যুসন’-এর প্রথম টিজার। টিম বাহুবলীর দাবি, টিজারেই ইঙ্গিত মিলবে এই বাহুবলী হত্যা রহস্যের আসল কারণের। অর্থাত্, সিনেমা হলে ‘রইস’ দেখতে গেলে সেখানেই মিলতে পারে এই প্রশ্নের উত্তর।

Advertisement

আরও পড়ুন, ঘনিষ্ঠতা বাড়ছে ক্যাটরিনা আদিত্যর, ‘সমস্যায়’ রণবীর

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’। সে বছর দক্ষিণী ছবির ইতিহাসের সব রেকর্ড ভেঙে প্রায় ৬৫০ কোটি টাকার ব্যবসা করে বাহুবলী। সেই ছবির শেষেই জানিয়ে দেওয়া হয়েছিল, কাটাপ্পা কেন বাহুবলীকে হত্যা করেছিল তা জানা যাবে পরের পর্বে। এর পর থেকেই এই প্রশ্নকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে থাকে। তবে এ বার বোধহয় অপেক্ষার অবসান হতে চলেছে!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement