Entertainment News

শশীর শেষকৃত্যে কেন গেলেন না করিনা ও রণবীর?

মুম্বইয়ের পৃথ্বী থিয়েটারে আয়োজিত ওই স্মরণসভায় করিনা ও রণবীর ছাড়া উপস্থিত ছিলেন কপূর পরিবারের বাকি সব সদস্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ১৪:২৪
Share:

করিনা ও রণবীর।

গত ৪ ডিসেম্বর প্রয়াত হয়েছেন শশী কপূর। শশীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল বলিউডে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর গত বৃহস্পতিবার কপূর পরিবারের তরফে শোকসভার আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন কপূর পরিবারের অন্যতম দুই সদস্য রণবীর ও করিনা। কেন এই দুই তারকা শশীর স্মরণসভায় যাননি, তা নিয়ে জল্পনা শুরু হয় ইন্ডাস্ট্রিতে।

Advertisement

মুম্বইয়ের পৃথ্বী থিয়েটারে আয়োজিত ওই স্মরণসভায় করিনা ও রণবীর ছাড়া উপস্থিত ছিলেন কপূর পরিবারের বাকি সব সদস্য। জানা গিয়েছেন, শুটিং থাকার কারণেই হাজির থাকতে পারেননি এই দুই তারকা।

শশীর শেষকৃত্যের পরই দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শুটিংয়ের জন্য চলে গিয়েছিলেন রণবীর। করিনা মুম্বইতেই ছিলেন। কিন্তু শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে যেতে পারেননি তিনি।

Advertisement

আরও পড়ুন, ট্রোলড আরাধ্যা! সপাট জবাব দিলেন অভিষেক

ফলে কপূর পরিবারের নিউ জেনারেশনকে নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছে সিনে মহলে, তার যে ভিত্তিহীন সেই বার্তাই দিচ্ছে বিভিন্ন মহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement