Entertainment News

এখনও কেন মেয়ের নাম রাখেননি শাহিদ?

গত ২৬ অগস্ট মেয়ের বাবা হয়েছেন শাহিদ কপূর। বাড়িতেও নিয়ে এসেছেন সদ্যোজাত কন্যা ও স্ত্রী মীরাকে। কিন্তু, এখনও পর্যন্ত মেয়ের কোনও নাম রাখেননি কপূর দম্পতি। এমনকী, মেয়ের নাম এই মুহূর্তে রাখতেও চাইছেন না তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪১
Share:

গত ২৬ অগস্ট মেয়ের বাবা হয়েছেন শাহিদ কপূর। বাড়িতেও নিয়ে এসেছেন সদ্যোজাত কন্যা ও স্ত্রী মীরাকে। কিন্তু, এখনও পর্যন্ত মেয়ের কোনও নাম রাখেননি কপূর দম্পতি। এমনকী, মেয়ের নাম এই মুহূর্তে রাখতেও চাইছেন না তাঁরা।

Advertisement

কেন জানেন?

আসলে শাহিদ-মীরা ‘রাধা স্বামী সত্সঙ্গ বিয়াস’-এর ভক্ত। তাই তাঁরা চান, ওই সঙ্ঘের প্রধান বাবা গুরলিন্দর সিংহ মেয়ের নাম রাখুন। জানা গিয়েছে, আর কয়েক দিনের মধ্যেই মেয়েকে নিয়ে অমৃতসর পাড়ি দেবেন তাঁরা। সেখানে গুরুর সঙ্গে দেখা করার পর মেয়ের নাম রাখা হবে।

Advertisement

কপূর পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধুর কথায়, ‘‘শাহিদ এবং মীরার পরিবার দীর্ঘ দিন ধরে ওই সঙ্ঘের ভক্ত। তাই গুরুজি যাতে মেয়ের নাম দেন, সেটা ওঁরা চাইবেনই। ইতিমধ্যেই ফোন করে গুরুজির কাছে সাজেশন চেয়েছেন ওঁরা। তবে শাহিদের বাবা পঙ্কজ কপূর পরিবারের সকলকে নিয়ে গুরুজির সঙ্গে দেখা করতে চান।’’

আরও দেখুন, ন’য়ের দশকের হার্টথ্রবদের এখন কেমন দেখতে জানেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement