Puja Release 2025

‘যত কাণ্ড কলকাতাতেই’ ঘিরে নতুন অনিশ্চয়তা! পুজোর ‘লড়াই’ থেকে কি ছিটকে গেলেন আবীর?

টলিউডে গুঞ্জন, প্রযোজক নাকি সিদ্ধান্ত বদলাতে চলেছেন। এ বারের পুজোয় তা হলে কি আবীরের দুই রূপ অধরাই থেকে যাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৭:৫৪
Share:

এ বারের পুজোয় ‘ডাবল’ আবীর চট্টোপাধ্যায় আসছেন? ছবি: ফেসবুক।

আবীর চট্টোপাধ্যায় এ বছরের পুজোয় দুই রূপে বড় পর্দায় দেখা দেবেন। এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। এ বছর নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’-তে তিনি দুঁদে পুলিশ অফিসার ‘পঙ্কজ সিংহ’। অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিতে তিনি ফেলুদার সহকারী ‘তোপসে’, যিনি কলকাতায় রহস্যভেদ করবেন। এই খবরে দ্বিতীয় ছবির প্রযোজক ফিরদৌসল হাসান সিলমোহর দিয়েছিলেন।

Advertisement

স্বাভাবিক ভাবেই খুশি অভিনেতার অনুরাগীরা। এ দিকে গুঞ্জন, পুজো-মুক্তির তালিকায় নাকি নাও থাকতে পারে অনীক-আবীরের ছবি! ‘রক্তবীজ ২’, ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরাণী’র জন্যেই নাকি সরে যাচ্ছে ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবি?

যদিও প্রযোজক দৃঢ়প্রতিজ্ঞ, তিনি পুজোতেই তাঁর ছবিমুক্তি ঘটাবেন। নানা কারণে দু’বছর ধরে আটকে তাঁর এই ছবিটি। বিষয়টি জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল প্রযোজকের সঙ্গে। ফিরদৌসল গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, “পুরোটাই ভুল। ছবি কোনও কারণেই পিছোচ্ছে না। পূর্ব ঘোষণা অনুযায়ী পুজোতেই আবীরকে দুই রূপে দেখতে পাবেন দর্শক।”

Advertisement

এই প্রসঙ্গে টলিউডের অন্দরে শোনা যাচ্ছে অন্য কথা। ছবির পরিচালক পড়ে গিয়ে গুরুতর জখম। তিনি বাড়িতে শয্যাশায়ী। রাস্তায় বেরোনো বন্ধ। এ দিকে, ছবির কিছু কাজ এখনও বাকি, যা প্রযোজক এবং তাঁর সহকারীরা অনীকের বাড়িতে নিয়ে এসে পরিচালককে দেখিয়ে সারছেন। সেই কারণেই নাকি ছবি পিছোতে পারে।

নিন্দকেরা অবশ্য এ সব তত্ত্বে বিশ্বাসী নন। তাঁদের কটাক্ষ, তিনটি ছবিতেই মারকাটারি অ্যাকশন, গান-সহ বিনোদনের যাবতীয় মশলা ঠাসা। অনীকের ‘যত কাণ্ড কলকাতাতেই’ সেই গোত্রের নয়। তাই নাকি দ্বিধা তৈরি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement