ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়ক জীতু কমল, নায়িকা দিতিপ্রিয়া রায়। ফাইল চিত্র।
দফায় দফায় নায়ক-নায়িকার মনোমালিন্য। দফায় দফায় অশান্তি। তার জেরে উত্তাল সমাজমাধ্যম। খবরের শিরোনামে জীতু কমল-দিতিপ্রিয়া রায়। ঘনিষ্ঠ সূত্রের খবর, সেই কারণেই নাকি বন্ধ হয়ে যেতে পারে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’।
দাসানি ২ স্টুডিয়োয় শুটিং চলছে ধারাবাহিকের। রবিবারেও নায়ক শুটে ব্যস্ত। এ দিকে সূত্রের খবর, স্টুডিয়োচত্বরে, প্রকাশ্যে কোনও বিবাদ নেই। নায়িকাকে নাকি ধারাবাহিকের সঙ্গে যুক্ত অন্য কলাকুশলীদের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা গিয়েছে। সেই দলে নায়ক ছিলেন না। একই ভাবে নায়ককে দেখা গেলে আশপাশেও নায়িকা অনুপস্থিত। কিন্তু অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ধারাবাহিকের প্রযোজক নাকি ঘটনায় বীতশ্রদ্ধ। তারা নতুন একটি ধারাবাহিক আনতে চলেছে।
যা রটছে তা-ই কি ঘটতে চলেছে? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল জীতু-দিতিপ্রিয়া, উভয়ের সঙ্গেই। নায়কের ফোন ব্যস্ত। ফলে, তাঁকে পাওয়া যায়নি। অন্য দিকে, ফোন বেজে গিয়েছে দিতিপ্রিয়ার। তাঁর তরফ থেকে কোনও সাড়া মেলেনি। প্রযোজনা সংস্থার সূত্র থেকে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে। তবে এখনও কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মাসকয়েক আগে প্রথম মনোমালিন্যের সূত্রপাত। সেই সময়ে দিতিপ্রিয়ার অভিযোগ ছিল, নায়কের আচরণ সঠিক নয়। তিনি অস্বস্তি বোধ করেন। নিজের কথার সপক্ষে তিনি ব্যক্তিগত কিছু কথা সমাজমাধ্যমে ভাগ করে নেন। এর পরে মুখ খোলেন জীতুও। নিজেকে বাঁচাতে এবং প্রকৃত সত্য জানাতে গিয়ে তিনি তাঁদের বার্তালাপের কিছু ‘স্ক্রিনশট’ ভাগ করে নেন। পাশাপাশি এমনও জানান, দিতিপ্রিয়া তাঁর থেকে বয়সে অনেক ছোট। ভুল বোঝাবুঝি হতেই পারে। তিনি সবটাই ছেলেমানুষি ভেবে উড়িয়ে দিচ্ছেন। সকলে ধরে নিয়েছিলেন, সমস্যার এখানেই শেষ।
কিন্তু সেটা হল কই? দিনকয়েক ধরে নতুন করে নায়ক-নায়িকার মনোমালিন্য মাথাচাড়া দিয়েছে। জীতু সমাজমাধ্যমে লিখেছেন, নায়িকা তাঁর সঙ্গে শট দিতে চাইছেন না। তিনি নাকি ‘ভালমানুষ’ নন! যদিও দিতিপ্রিয়ার মুখ থেকে সরাসরি কিছু শোনেননি। প্রযোজনা সংস্থার একাধিক জন তাঁকে জানিয়েছেন। তাঁদের এ-ও বক্তব্য, চাইলে জীতু ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন।
সেই পথেই কি হাঁটবেন অভিনেতা? নাকি বন্ধ হয়ে যাবে জনপ্রিয় একটি ধারাবাহিক? আপাতত সময়ের উপরেই ছেড়ে দিয়েছেন সবাই।