Dhumketu Release Controversy

‘ধূমকেতু’ কি শীঘ্রই মুক্তি পাচ্ছে? ঘনিষ্ঠ সূত্রে খবরের সত্যতা জানতে পারল আনন্দবাজার ডট কম

পরিচালক কৌশিকের দাবি, “ আমার সঙ্গে ‘ধূমকেতু’র সম্পর্ক বাবা-ছেলের। অনেক দিন নিজের সন্তানকে না দেখতে পেলে খুব মন খারাপ হয়।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৩:২৩
Share:

‘ধূমকেতু’র মুক্তি নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়, রানা সরকার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শুক্রবার মুক্তি পাচ্ছে রানা সরকার প্রযোজিত, সৌরভ পালোধি পরিচালিত ‘অঙ্ক কী কঠিন’। ছবিতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ছোটদের দেখা স্বপ্ন গল্পের আকারে ছড়িয়ে দিতে চলেছেন পরিচালক। এই আবহে নতুন করে চর্চায় রানার ১০ বছরের পুরনো একটি ছবি ‘ধূমকেতু’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবির নায়ক-নায়িকা দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবিই জুটির শেষ ছবি। ছবিতে দেব ৭৮ বছরের এক বৃদ্ধের বেশে অভিনয় করেছিলেন। নানা আইনি জটিলতায় ছবিটি এত বছর পরেও মুক্তির আলো দেখেনি। বৃহস্পতিবার থেকে হঠাৎ গুঞ্জন, ‘ধূমকেতু’ অগস্টে মুক্তি পেতে চলেছে। যদিও আনন্দবাজার ডট কমকে টলিউডের ঘনিষ্ঠ সূত্রে খবর পেয়েছে, ছবিমুক্তি যথারীতি বিশ বাঁও জলে।

Advertisement

‘ধূমকেতু’ যতটা দেব বা রানার ছবি ততটাই পরিচালক কৌশিকেরও। অনেক স্বপ্ন নিয়ে ছবিটি বানিয়েছিলেন তিনি। দেখতে দেখতে ১০ বছর হয়ে গেল, ‘ধূমকেতু’ ক্যানবন্দি। কৌশিকের মনে কি ছবিমুক্তির আশা জাগে? যোগাযোগ করে আনন্দবাজার ডট কম প্রশ্ন রেখেছিল তাঁর কাছে। পরিচালকের বিনীত উত্তর, “ছবির সঙ্গে পরিচালকের সম্পর্ক বাবা-ছেলের। ১০ বছর দেখা না হলেও সন্তানের প্রতি মায়া, টান, ভালবাসা থেকেই যায়। আমারও সেটাই রয়েছে।” তাঁর মতে, অনেক দিন ছেলেকে দেখতে পাননি। ছেলের জন্য তাই মনখারাপ তাঁর। মাঝেমধ্যেই দেখতে ইচ্ছে করে তাঁরও। “যেদিনই হোক রিলিজ, ছবিটা সমসাময়িক থেকেই যাবে। সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি।”, সাফ কথা পরিচালকের।

একটি ছবির মুক্তির আবহে অন্য একটি ছবি নিয়ে চর্চা কেন? যা রটেছে তা-ই কি ঘটতে চলেছে?

Advertisement

প্রযোজক রানার কথায়, “একটি ছবিমুক্তির সময় অনেক ক্ষেত্রেই অন্য ছবির প্রসঙ্গ ওঠে। এটাই প্রচার কৌশল। আমার তরফ থেকে ছবিমুক্তির আপ্রাণ চেষ্টা চলছে।” একই কথা প্রযোজক কয়েক বছর ধরে বলে আসছেন। কিন্তু সে কথা বাস্তবে পরিণত হচ্ছে কই? রানার যুক্তি, কিছু আইনি সমস্যা আছে। দেব এবং তিনি উভয়ে মিলে সমাধান খোঁজার চেষ্টা করছেন। সম্প্রতি, ঋতুপর্ণ সেনগুপ্ত প্রযোজিত এবং অভিনীত ছবি ‘পুরাতন’-এর সাফল্য উদ্‌যাপিত হল পাঁচতারা রেস্তরাঁয়। সেখানে দেবের সঙ্গে অনেকক্ষণ আলাপে মগ্ন থাকতে দেখা গিয়েছে প্রযোজককে।

তখনই কি কোনও সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা? নইলে হঠাৎ করে অগস্টে ছবিমুক্তির গুঞ্জন ছড়ায় কী করে?

রানার কথায়, “আইনি সমস্যা মিটলেই ছবি মুক্তি পাবে। সেটা অগস্ট কি সেপ্টেম্বর— বলতে পারছি না। ছবি সম্পর্কে বিশদে বলতে পারবেন দেব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement