হিরণ চট্টোপাধ্যায় অভিনয়ে ফিরবেন? — ফাইল চিত্র।
বছর ঘুরতে দেরি নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের বছর। তার আগে আরও এক বার চর্চায় বিধায়ক-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। কেমন আছেন? নতুন বছরে পেশাজীবন নিয়ে পরিকল্পনা কী? অনেক দিন বাংলা বিনোদন দুনিয়া তাঁকে পায়নি।
খোঁজ নিতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। হিরণ কথা শুরুই করেছেন রসিকতার ঢঙে। হাসতে হাসতে বিধায়ক-অভিনেতার পাল্টা প্রশ্ন, “আচ্ছা, নির্বাচন এলেই কেন আমার পেশাজীবন নিয়ে সকলের এত কৌতূহল জাগে?” নিজের বক্তব্যকে আরও বিস্তারিত করেছেন তিনি। হিরণের মতে, বিজেপিতে যোগ দিলে টলিউডের দরজা বন্ধ। তাঁর সঙ্গেও সেটাও হয়েছে।
অতীত ঘাঁটতে ঘাঁটতে হিরণ বলে উঠলেন, “পূর্ব পরিচিত প্রযোজকদের সঙ্গে এখনও কথা হয়। তাঁরাও বলেন, কত হিট ছবি বানিয়েছি তোকে নিয়ে। কিন্তু এখন বুঝতেই তো পারিস সব।” তাঁর সমসাময়িকরা এখনও চুটিয়ে অভিনয় করছেন। তিনি পারছেন না। কোনও আফসোস? “দেখতে দেখতে তো পাঁচ বছর হয়ে গেল”, ফের হাসিমাখা জবাব।
দেব যে শাসকদলের সাংসদ হয়েও একের পর এক বিজেপি নেতাদের সঙ্গে অভিনয় করছেন! কখনও মিঠুন চক্রবর্তী, কখনও রূপা গঙ্গোপাধ্যায় এবং আরও। ওঁকে কিন্তু শাসকদল থেকে আপত্তি জানানো হয় না। তাঁর সপাট জবাব, ““আমি কারও বাবা, দাদা, কাকা, মামা বা পার্শ্বচরিত্রে অভিনয় করিনি। বরাবর পুরোদস্তুর নায়ক হয়েছি।” তা হলে সেই রাজনীতিতেই তুষ্টি? “আমি দলের প্রতি অনুগত কর্মী। দল যা নির্দেশ দেবে সেটাই করব।”