প্রিয়ঙ্কার ‘কোয়ান্টিকো’-য় ‘ডন’-এর সংলাপ?

‘কোয়ান্টিকো’ ধারাবাহিকে কি এ বার শোনা যাবে ‘ডন’-এর আদলে অমিতাভ বচ্চনের বিখ্যাত সেই সংলাপ— “অ্যালেক্স প্যারিস কো পাকড়না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়”?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৫ ১০:৫২
Share:

‘কোয়ান্টিকো’ ধারাবাহিকে কি এ বার শোনা যাবে ‘ডন’-এর আদলে অমিতাভ বচ্চনের বিখ্যাত সেই সংলাপ— “অ্যালেক্স প্যারিস কো পাকড়না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়”?

Advertisement

এমনিতে অবশ্য হলিউডের ধারাবাহিকে প্রিয়ঙ্কা-অভিনীত অ্যালেক্স প্যারিসের চরিত্রটা ওই রকমই! সবার কাছ থেকে লুকিয়ে রাখা এক রহস্য নিয়ে সে কেবলই পালিয়ে বেড়াচ্ছে। তাকে ধাওয়া করছে পুলিশ। কিন্তু, ধরতে পারছে না। অ্যালেক্স প্যারিস থেকে যাচ্ছে সবার ধরা-ছোঁওয়ার বাইরেই!

কিন্তু, পেশাদার হলিউড কি বলিউড থেকে সত্যিই সংলাপ ধার করছে? এর আগে হলিউডের দু’-একটা ছবিতে অবশ্য শোনা গিয়েছে বলিউডের জনপ্রিয় গানের কয়েক কলি! এ বার কি তাহলে এ ভাবে হলিউড আরও এক কদম এগিয়ে এল বলিউডের সঙ্গে বন্ধুত্বটা ঝালিয়ে নিতে?

Advertisement

প্রিয়ঙ্কার সেই টুইট

উঁহু! অ্যালেক্স প্যারিসের মুখে ডনের সংলাপটা আসলে বসিয়েছেন খোদ প্রিয়ঙ্কাই! সম্প্রতি টুইট করেছেন তিনি, “অ্যালেক্স প্যারিস কো পাকড়না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়”! তার সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিয়েছেন ডনের প্রসঙ্গও।

স্বাভাবিক! পর পর ‘ডন’-এর রিমেক আর তার সিকোয়েলে অভিনয় করেছেন প্রিয়ঙ্কা। মিল আছে, এমন একটা চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁর তো ডনের কথা মনে পড়বেই!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement